Employee Benefits – সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি। অষ্টম বেতন কমিশন আপডেট

সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে খুশির খবর (Employee Benefits). সরকারি কর্মীদের (Government Employees Salary Hike) তরফে অনেক দিন ধরেই নিজেদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) মেটানোর জন্য আন্দোলন করা হচ্ছে এবং উৎসবের মরশুমের আগে কিছুটা হলেও দাবি মেটানো হয়েছে। কিন্তু এবারে নতুন পে কমিশন (8th Pay Commission) নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

8th Pay Commission Employee Benefits Salary Hike

আর এবারে এই বেতন কমিশন গঠন হওয়ার পরে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর এবারে একধাক্কায় ১৮৬% বেতন বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নুন্যতম বেতন ১৮০০০ টাকা, এর ওপরে মহার্ঘ ভাতা ও অন্যান্য ভাতা দেওয়া হয়ে থাকে সরকারের তরফে সুবিধার জন্য।

অষ্টম বেতন কমিশন

আর আরও জানতে পারা যাচ্ছে যে সব কিছু ঠিক থাকলে সরকারি কর্মীদের বেতন নুন্যতম ৫১০০০ টাকার কাছাকাছি গিয়ে পৌঁছোতে চলেছে। সত্যি সত্যি এই অনুমান ঠিক হয়ে গেলে কর্মচারীদের সুবিধা (Employee Benefits) অনেকটাই বেশি হয়ে যেতে চলেছে। আর একবার নতুন পে কমিশন শুরু হলে নতুন করে মহার্ঘ ভাতা ও পেনশনের হিসাব হতে পারে।

সরকারি কর্মীদের পেনশন ও বেতন বৃদ্ধি

আর এখনকার হিসাব অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে যারা অবসর গ্রহণ করেছেন তারা নুন্যতম ৯০০০ টাকা পেনশন পান আর এই ১৮৬% বৃদ্ধি পেলে এবারে পেনশন ২৬০০০ টাকার কাছাকাছি পৌঁছে যাবে। আর এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) কাছে চিঠি পাঠানো হয়েছে।

কিন্তু এখন পর্যন্ত অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোন ধরণের কিছুই ঘোষণা করা হয়নি। আর এই সুবিধার (Employee Benefits) জন্য সরকারি কর্মীরা অনেক দিন ধরের অপেক্ষা করে আছেন। অনেকেই মনে করছেন যে ২০২৫ – ২০২৬ সালে অনেক রাজ্যের বিধানসভা নির্বাচন থাকার জন্য আখেরে তখনই কোন না কোন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Leave a Comment