আমাদের মধ্যে অনেকেই আছেন যারা টাকা জমানোর উপায় (Money Saving Tips) সম্পর্কে জানতে চান। কিন্তু কিভাবে টাকা জমাতে (How to Save Money) হবে সেই সম্পর্কে সঠিক জানতে না পারলে অনেকেই বিনিয়োগ (Investment) করতে পছন্দ করেন না। কিন্তু আগে তো টাকা জমাতে হবে তারপর বিনিয়োগ!
Money Saving Tips in Bank and Post Office
বর্তমানে এতটাই জিনিস পত্রের দাম বৃদ্ধি পেয়েছে যে যেই পরিমাণ টাকা উপার্জন করা হয় সেই টাকা থেকে আর জমানো তো দূরের কথা নিজেদের সংসার চালানোই মুশকিল হয়ে উঠেছে। আর এই সকল কিছুর মাঝে আর জমানো বা বিনিয়োগ করা হচ্ছে না, কিন্তু আজকে এই বিনিয়োগ করার কিছু তথ্য সম্পর্কে আপনাদের জানিয়ে দিতে চলেছি।
Simple ways to Save Money for the Future
তাই মাসের ১ তারিখে বেতন পাওয়ার পরে আগেই সেখান থেকে ১০ – ২০ শতাংশ টাকা জমিয়ে রেখে দিন, বেশি ভালো হয় যদি এই টাকা আপনারা সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) জমিয়ে রাখতে পারেন। আরও বেশি টাকা রাখতে পারলে আপনাদেরই সুবিধা হবে। এছাড়াও প্রত্যেককে নিজেদের কাছে একটা পরিমাণ ইমারজেন্সি ফান্ড রাখা উচিত।
টাকা জমানোর আইডিয়া জানুন
আর এই ফান্ডে যতটা পরিমাণ বেশি টাকা রাখা যায় যেমন – বার্ষিক আয়ের ২০ শতাংশ টাকা আপনারা রেখে দিলে ভালো হয়। কারণ কখন কি হয় সেই সম্পর্কে বলা যায় না (Money Saving Tips). সেই জন্য ভবিষ্যতের জন্য আমাদের যতই কষ্ট হোক না কেন টাকা জমিয়ে রাখা উচিত আর কোন না কোন বীমা স্কিমে বা প্রকল্পে টাকা রাখা উচিত যাতে সুদও বারে এবং টাকার দরকার হলেও পাওয়া যায়।
আর এছাড়াও আগেকার দিনে আমরা অনেকেই ছোটবেলায় মাটির ঘটে খুচরো পয়সা বা টাকার নোট জমিয়ে রাখতাম (Money Saving Tips) এবং দরকার হলে সেই টাকা ব্যবহার করা হত এখন যদি কেউ ব্যাঙ্ক বা অন্যান্য কোন প্রতিষ্ঠানে টাকা না রাখতে চান তাহলে তারা অবশ্যই এই দিকটি সম্পর্কে চিন্তা করতে পারে।