বাংলা আবাস যোজনা প্রকল্প (Bangla Awas Yojana Scheme) নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে রাজ্যবাসীর জন্য দারুণ সিদ্ধান্ত নেওয়া হল। আমারা সকলেই জানি যে পিএম আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পের টাকা যেই সকল নাগরিকরা পাননি তারা এই বাংলা আবাস যোজনার মাধ্যমে টাকা পাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
Bangla Awas Yojana List 2024
আর এই বাংলা আবাস যোজনা প্রকল্পের (Bangla Awas Yojana) এই নতুন লিস্টে ৪ লক্ষের কাছাকাছি মানুষের নাম বাদ পরেছে বলেই মনে করা হচ্ছে। আর এই নামের তালিকা আগামী ১৪ই নভেম্বর ২০২৫ এর মধ্যে আধিকারিকদের যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। আর এই যাচাই পর্ব শেষ হয়ে গেলে আগামী ২৭শে নভেম্বরের মধ্যে টাঙ্গিয়ে দেওয়া হবে।
বাংলা আবাস যোজনায় বাড়ির লিস্ট দেখুন
আর কোন কোন জায়গায় এই সময়ের কিছুটা হলেও হেরফের হতে পারে বলে মনে করা হচ্ছে। অনেকেই মনে করছেন যে বাংলা আবাস যোজনার প্রায় ২২ শতাংশের কাছাকাছি নাম বাতিল হয়েছে। আর এই সকল নাম মুলত নদিয়া (Nadia), পশ্চিম বর্ধমান (Paschim Bardwan), মালদা (Maldah), হাওড়া (Howrah) এবং মুর্শিদাবাদ (Mursidabad) জেলায় এই হার সবচেয়ে বেশি।
বাংলা আবাস যোজনা টাকা কবে ঢুকবে?
আর এই নাম বাতিলের খবর এখন পর্যন্ত অনেক মানুষই জানেন না আর এই বাংলা আবাস যোজনা লিস্ট দেখার পর সকলেই এই সম্পর্কে জানতে পারবেন এবং তারপর অনেকেই নিজেদের ক্ষোভ প্রকাশ করবেন এবং পুনরায় আবেদন অথবা নিজেদের নাম যাচাই করার আবেদন জানাবেন। আর এই সকল কাজ খুবই সময় সাপেক্ষ হবে বলে মনে করা হচ্ছে।
কিন্তু এই ৪ লক্ষের কাছাকাছি বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) প্রকল্পের যাদের নাম বাতিল হয়েছে তাদের আবার এই আবাস যোজনা লিস্টে নথিভুক্ত কোর্টে চাইছে রাজ্য সরকার। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন যে পিএম আবাস যোজনার টাকা এবারে রাজ্য সরকারের তরফেই দেওয়া হবে।
কিন্তু এখন অনেকেরই মনে একটি প্রশ্ন জাগছে যে এই বাংলা আবাস যোজনার টাকা (Bangla Awas Yojana Payment) কবে থেকে দেওয়া হবে? কিন্তু চলতি বছরের বাজেট অধিবেশনে এই হিসাবে কোন টাকা দেওয়া হয়নি কিন্তু কেন্দ্রের তরফে পাওয়া GST ক্ষতিপূরণ বাবদ পাওয়া টাকার ওপরে নির্ভর করে এই টাকা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
আর আপনারা এই বাংলা আবাস যোজনা নতুন লিস্ট চেক (Bangla Awas Yojana New List) করার মাধ্যমে দেখতে পারবেন আপনাদের নাম আছে কিনা এবং নাম প্রকাশ পেলেই তখন জানানো হবে যে এই টাকা কবে দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত টাকা দেওয়া নিয়ে কোন ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারের তরফে।