প্যান কার্ড (PAN Card) আধার কার্ডের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি, আর এবারে PAN 2.0 বা প্যান ২.০ প্রজেক্ট নিয়ে আসলো সরকার (Government). অর্থনৈতিক সকল প্রকার কাজের জন্য এই প্যান কার্ড দরকার পরে সেটা সরকারি হোক বা বেসরকারি। CBDT (Central Board of Direct Tax) এর তরফে এই কাজ করা হবে, আর এটি সরকারের নিয়ন্ত্রিত এক সংস্থা।
PAN 2.0 Apply Online Process
প্যান কার্ড নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে, এখন থেকে প্যান কার্ডে যুক্ত করা হবে কিউআর কোড। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যান কার্ডের স্বচ্ছতা বাড়াতে এবার PAN 2.0 নামক নতুন প্রকল্প নিয়ে এলো কেন্দ্রীয় সরকার। বর্তমানে আধার কার্ড এর মতো নথির পাশাপাশি অন্যতম একটি গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড।
প্যান ২.০ প্রজেক্ট
দেশের প্রায় প্রতিটি মানুষই প্যান কার্ড ব্যবহার করে থাকেন। তবে, এই প্যান কার্ড ঘিরে নানা রকমের অস্বচ্ছতা লক্ষ্য করা যায়। তবে এবার প্যান কার্ডে আসতে চলেছে বিরাট পরিবর্তন। প্যান কার্ডে কিউআর কোড ছাড়া আর কী কী সুবিধা থাকবে তা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই প্রকল্পের নাম ‘PAN 2.0’ দেওয়া হয়েছে।
প্যান কার্ড বদলাতে চলেছে
PAN 2.0 প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ১৪৩৪ কোটি টাকা। এই আবহে দেশবাসীর মনে প্রশ্ন উঠতে শুরু হয়েছে, নতুন প্যান কার্ড এলে পুরনো প্যান কার্ডের কী হবে? সেই কার্ড কি বাতিল হয়ে যাবে? নতুন কার্ডের সঙ্গে নতুন প্যান নম্বরও আসবে? কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav) স্পষ্ট করে দিয়েছেন, সাধারণ মানুষকে প্যান ২.০ প্রকল্পের জন্য কোনও খরচ করতে হবে না।
যাবতীয় খরচ বহন করবে কেন্দ্রই। বর্তমান প্যান নম্বর বদলও করতে হবে না। নতুন প্যান কার্ডের কাজ শুরু হলেই দেশবাসীকে সমস্ত তথ্য বিস্তারিত ভাবে জানানো হবে। কেন্দ্রের তরফে এ-ও জানানো হয়েছে, আসন্ন PAN 2.0 প্রকল্প বর্তমান প্যান ব্যবস্থার একটি উন্নত রূপ হিসাবে চালু করা হবে। অশ্বিনী আরও ব্যাখ্যা করেছেন, নতুন কার্ডের তথ্য স্ক্যান করার জন্য একটি কিউ আর কোড থাকবে।
নতুন প্যান কার্ডের ক্ষেত্রে পুরোটাই ‘পেপারলেস’ বা ডিজিটাল হবে বলেও জানিয়েছে কেন্দ্র। অর্থাৎ পকেটে কার্ড বয়ে বেড়াতে হবে না। ডাউনলোড করে রাখা যাবে মোবাইলে। PAN 2.0 প্রকল্পকে ‘কমন বিজ়নেস আইডেনটিফায়ার’ হিসাবেও চিহ্নিত করেছে কেন্দ্র অর্থাৎ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবসায়ী এবং শিল্প সংস্থাকে এই কার্ডের মাধ্যমে চিহ্নিত করা হবে।
প্যান ব্যবহার করেই সমস্ত ব্যবসায়িক কাজকর্ম করা যাবে। অন্য কোনও পরিচয়পত্র বা নম্বরের প্রয়োজন পড়বে না। পাশাপাশি কেন্দ্র সরকার এও জানিয়েছে, PAN 2.0 প্রকল্পে প্যান কার্ডের উন্নতির সঙ্গে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দিকেও জোর দেওয়া হবে। ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। আর্থিক জালিয়াতির ভয় অনেকটাই কমবে।
এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত হবে বলেও দাবি করা হয়েছে সরকারের তরফে। ১৯৭২ সাল থেকে আয়কর আইন মেনে আয়করদাতাদের চিহ্নিত করতে প্যান কার্ডের ব্যবহার হয় ভারতে। কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত মোট ৭৮ কোটি কার্ড জারি করা হয়েছে। যার মধ্যে ৯৮ শতাংশ রয়েছে একক ব্যবহারের জন্য।
এই প্রকল্প নিয়ে আশাবাদী কেন্দ্র। তবে কী ভাবে এই প্রকল্পটির কাজ শুরু হবে তা এখনও পরিষ্কার নয়। পাশাপাশি, কবে থেকে এই পরিষেবা চালু হবে, তা নিয়ে এখনও কিছু জানায়নি কেন্দ্রীয় সরকার। এখন কবে থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে সেটিই দেখার বিষয়। আর এর সম্পর্কে আরও তথ্য জানার জন্য আপনারা এই পেজটিকে ফলো করে রাখতে পারেন।
Written by Sampriti Bose