Krishak Bandhu – কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে? ১০০০০ টাকা পেতে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করুন

পশ্চিমবঙ্গ সরকারের তরফে কৃষকদের (Farmers) জন্য কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme) নিয়ে আসা হয়েছে (Government of West Bengal). কেন্দ্র সরকারের তরফে পিএম কিষান যোজনা (PM Kisan Yojana) নিয়ে আসা হয়েছে আর এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে কোটি কোটি চাষিদের সুবিধা হয়েছে।

Krishak Bandhu Payment Date 2024

আর এবারে কৃষক বন্ধু (Krishak Bandhu) প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এর ফলে দেশবাসীর অন্নদাতাদের অনেক সুবিধা হতে চলেছে। পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে জনপ্রিয় একটি প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়ে থাকে। ২০১৯ সালে চালু হওয়া পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে।

কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে?

সম্প্রতি জানানো হয়েছে, কৃষকরা এখন সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি সিজিনের টাকা পাবেন।ইতিমধ্যেই ২০২৪ সালে খারিফ সিজনের টাকা ব্যাঙ্কে দেওয়া হয়ে গিয়েছে। এবার রবি সিজনের টাকা দেওয়া বাকি রয়েছে। কোনো ব্যক্তি যদি এক একর বা তার বেশি জমি থাকে সেই কৃষককে বছরে দুই কিস্তিতে (Krishak Bandhu Installment) ৫০০০ টাকা করে মোট দশ হাজার টাকা দেওয়া হয়।

কোনো কৃষকের যদি ন্যূনতম জমি থাকে এক কাঠা বা এক ডিসমল বা ৪০ ডিসমলের মধ্যে জমি থাকলে সেই কৃষককে বছরে ৪০০০ টাকা দেওয়া হয় দুই কিস্তির মাধ্যমে। আবার, কোন কৃষকের ৪০ ডিসমল থেকে ১ একরের মধ্যে জমি থাকলে যার যেরকম জমির পরিমাণ রয়েছে সেই অনুযায়ী বছরে ৪০০০ থেকে ১০০০০ টাকার মধ্যে দেওয়া হয়ে থাকে।

এছাড়াও কোনো কৃষক বন্ধু যদি ১৮ থেকে ৬০ বছরের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu) টাকা বছরে দুইবার দেওয়া হয়ে থাকে। খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে।

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক অনলাইন আধার কার্ড

  • কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • ”নথিভুক্ত কৃষকের তথ্য” অপশনে ক্লিক করুন।
  • আধার কার্ড নির্বাচন করুন এবং আধার নম্বর লিখুন।
  • “Search” এ ক্লিক করে স্ট্যাটাস দেখুন।

এবার বছর শেষের আগেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় কিনা সেটিই দেখার বিষয়। আর এই কৃষক বন্ধুর (Krishak Bandhu) টাকা পেয়েছেন কিনা বা কবে পাবেন সেই সম্পর্কে জানার জন্য ওপরে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে চাষি ভাইরা জানতে পেরে যাবেন।
Written by Sampriti Bose

Leave a Comment