Public Liability Insurance – 50 লাখ টাকার বীমা পাবে LPG গ্রাহকরা একদম বিনামূল্যে। কিভাবে আবেদন করবেন?

রান্নার গ্যাস (LPG Gas) গ্রাহকদের জন্য Public Liability Insurance-র মাধ্যমে ৫০ লাখ টাকার ইনস্যুরেন্স পেয়ে যাবেন সকলে বিনা এক টাকাও প্রিমিয়াম (Insurance Premium) না দিয়ে। রান্নার গ্যাস সিলিন্ডার (Liquefied Petroleum Gas) এখন সকল মানুষদের প্রত্যেক দিনের জন্য দরকারি জিনিস হয়ে উঠেছে, আর যতদিন যাচ্ছে ততই গ্যাসের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে।

Public Liability Insurance for LPG Customers

আর প্রতিদিন অন্তর এই চাহিদা বেড়েই চলেছে এবং যবে থেকে মহিলাদের কাঠ, কয়লার ধোঁয়ার হাত থেকে বাঁচানোর জন্য কেন্দ্র সরকারের তরফে উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana) নিয়ে আসা হয়েছে আর এই প্রকল্পের মাধ্যমে কম খরচে সকল BPL Ration Card গ্রাহকদের রান্নার গ্যাস দেওয়া হয়ে থাকে। আর এবারে সকলের জন্য Public Liability Insurance এর মাধ্যমে রান্নার গ্যাসের বীমা করার সুযোগ দেওয়া হয়েছে।

রান্নার গ্যাস বীমা পলিসি

আর আমরা অনেকেই সময়ে সময়ে দেখতে পাই যে অনেক জায়গাতে রান্নার গ্যাস ফেটে বা বাস্ট করে মানুষের জীবন হানি ঘটে। আর এই সকল ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্যই সরকারের তরফে এই Public Liability Insurance নিয়ে আসা হয়েছে। এই বীমা সকল পেট্রোলিয়াম কোম্পানি গুলোর তরফেই দেওয়া হয়ে থাকে।

পরিবারের সকলকে এই বীমা কভারেজের আওতায় নিয়ে আসা হয় এবং ১০ লাখ টাকা করে বীমার টাকা দেওয়া হয়ে থাকে। আর এতে চিকিৎসা ও ক্ষয়ক্ষতি অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে এবং ৪০ – ৫০ লাখ টাকা পর্যন্ত এই কভার দেওয়া হয়ে থাকে। কিন্তু এই টাকা পাওয়ার আগে কিছু শর্ত সকল গ্রাহকদের মেনে চলা আবশ্যক।

গ্যাস সিলিন্ডারের পাইপ, ওভেন যেই ISI এর স্বীকৃত হয়ে থাকে, কারণ এই স্বীকৃতি ছাড়া জিনিস ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয়নি সরকারের তরফে এবং এই খুবই অসুরক্ষিত বলেও মনে করা হয়। দুর্ঘটনার ৩০ দিনের মধ্যেই এই সম্পর্কে ডিলার ও থানায় জানাতে হবে। Public Liability Insurance এর দাবি করার জন্য থানার কপি, চিকিৎসা প্রমানপত্র লাগবে।

আর এই ইনস্যুরেন্স সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে চাইলে আপনাকে নিজের ডিলার বা গ্যাস কোম্পানির অফিসিয়াল সাইটে গিয়ে খোঁজ নিতে হবে এবং এই ধরণের সকল সমস্যা যাতে না হয় সেই দিকে নজর দেওয়ার জন্য চেষ্টা করা উচিত। সাবধানে থাকুন ও সকলকে সাবধান থাকতে এই পোস্টটি শেয়ার করুন।

Leave a Comment