Maandhan Yojana – প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনায় ৩০০০ টাকা পাবে কৃষকবন্ধুরা। অনলাইন আবেদন পদ্ধতি জানুন

দেশের কৃষকদের (Indian Farmers) জন্য পিএম মানধন যোজনা (Maandhan Yojana) নিয়ে আসা হয়েছে। আর এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে কৃষক বন্ধুদের (Krishak Bandhu) ৩০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। এছাড়াও আমরা পিএম কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Yojana) সম্পর্কে জেনেছি।

Pradhanmantri Shram Yogi Maandhan Yojana

২০১৯ সালে ভারত সরকারের তরফে এই মানধন যোজনা (Maandhan Yojana) শুরু করা হয়েছিল। আর এই স্কিমে কৃষকদের ৩০০০ টাকা করে পেনশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই পেনশনের টাকা পাওয়ার জন্য ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত প্রিমিয়াম প্রতিমাসে জমা করতে হয়। আপনার জমা দেওয়া টাকার সমান টাকা সরকারের তরফেও জমা দেওয়া হয়ে থাকে।

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা ২০২৪

১৮ থেকে ৮০ বছর বয়স পর্যন্ত সকলে এই স্কিমে (Maandhan Yojana) নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। আর এই প্রকল্প শুধুমাত্র কৃষকদের জন্যই নিয়ে আসা হয়েছে এবং তারা ছাড়া আর কেউ এই স্কিমে আবেদন করতে পারবেন না। এই স্কিমে আবেদন করার জন্য আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইনকাম সার্টিফিকেট, জমির প্রমানপত্র, নিজের বর্তমানের ছবি, বাড়ির ঠিকানার প্রমাণপত্র।

পিএম মানধন যোজনা

এই আবেদন করার জন্য আপনাকে নিজেদের কাছাকাছি কোন না কোন CSC (Customer Service Center) এ গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে আপনাকে নিজেদের সকল তথ্য দিয়ে দিতে হবে আধিকারিককে। এরপরে আপনাকে কত টাকা প্রতিমাসে প্রিমিয়াম জমা দিতে হবে সেই সম্পর্কে জানিয়ে দেওয়া হবে তখনই।

আর আপনি যদি রাজি থাকেন তাহলে প্রক্রিয়া আগে বাড়ানো হবে আর নইলে আপনারা নাও আবেদন করতে পারেন। প্রথম বারের প্রিমিয়াম আপনাকে নগদ টাকায় জমা করতে হবে এই জিনিসটি খেয়াল রাখা আবশ্যক। যেই সকল কৃষকরা নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য ইচ্ছুক তারা অবশ্যই এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাবেন।

আর এই পিএম মানধন যোজনা (Maandhan Yojana) প্রকল্পের মাধ্যমে লাখ লাখ চাষিরা নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করেছেন এবং এখনো করছেন। আর এই স্কিম পুরোপুরিভাবে কেন্দ্র সরকারের অন্তর্গত বলেই এই স্কিমে আপনারা বিনা সংকোচে বিনিয়োগ করতে পারবেন। আর যে কোন ধরণের বিনিয়োগ স্কিমে নিজের টাকা জমানোর আগে সেই সম্পর্কে সকল খুঁটিনাটি জেনে নেওয়া উচিত।

Leave a Comment