ডিসেম্বর মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা (Lakshmir Bhandar Scheme Money) পাওয়া নিয়ে বড় আপডেট পাওয়া গেল। এখন এই লক্ষ্মী ভাণ্ডার (Laxmi Bhandar) সম্পর্কে সকলেই জানে এবং এটাও জানে যে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে নিয়ে আসা সকল সরকারি প্রকল্পের (Government Scheme) মধ্যে অন্যতম।
Lakshmir Bhandar Scheme Allowance Payment
বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে ২ কোটিরও বেশি মহিলারা সুবিধা পাচ্ছেন এবং এখন এই সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পেতে চলেছে। আর মাসের শুরুতেই সকল সুবিধা ভোগীদের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খায় যে কবে এই টাকা (Lakshmir Bhandar Payment) ঢুকতে চলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে? শুরুতে ৫০০ ও ১০০০ টাকা করে দেওয়া হলেও এখন ১০০০ ও ১২০০ টাকা করে দেওয়া হয় মহিলাদের।
লক্ষ্মী ভান্ডারের টাকা কবে দিবে
এখন পর্যন্ত মাসের ১ তারিখ থেকে শুরু করে ৫ বা ১০ তারিখের মধ্যে এই টাকা দিয়ে দেওয়া হয় সরকারের তরফে। কিন্তু কোন ছুটি থাকলে একটু দেরি হয় আর ডিসেম্বরের শুরুর দিন রবিবার হওয়ার কারণের জন্য টাকা ঢুকতে কিছুটা দেরি হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও যারা লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar Scheme) ছাড়াও অন্য প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাদের নাম বাতিলও হতে পারে।
লক্ষ্মী ভান্ডার 2024 আপডেট
আর যেই সকল মহিলারা এখনো পর্যন্ত জয়েন্ট অ্যাকাউন্টে টাকা নিচ্ছেন এবং যারা নিজেদের ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ড লিংক করেননি তারাও এবারে টাকা পাবেন না বা যখন এই আপডেট করিয়ে নেবেন তখন টাকা ঢুকবে কিনা সেইটাই দেখার অপেক্ষা। কিন্তু এই সকল সমস্যা না থাকলে খুবই সহজেই টাকা ঢুকে যাবে।
বছর শেষ হওয়ার আগে অনেকেই মনে করছেন যে ফের একবারের জন্য দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে পারে রাজ্যে। আর এইখানে এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme) জন্য অনেক বেশি আবেদন হতে চলেছে। তাই যারা এখন আবেদন করেননি তারা আধার কার্ড, ব্যাঙ্কের জেরক্স, স্বাস্থ্য সাথী কার্ড ছাড়াও বাকি জিনিস নিজেদের কাছে প্রস্তুত করে রাখুন যাতে আবেদন করার মাধ্যমে আপনারা সকল সুবিধা পেতে পারেন।