লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Laxmi Bhandar Scheme) সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই। তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে যেই সকল সরকারি প্রকল্প (Government Scheme) জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে চালু করা হয়েছিল সেই সকল স্কিমের মধ্যে এই স্কিম সবচেয়ে বেশি উপকারি ও জনপ্রিয় হয়েছে বলেই মনে করছেন অনেকে।
Laxmi Bhandar Payment Increase Update
বর্তমানে এক পরিসংখ্যান অনুসারে এই লক্ষ্মী ভাণ্ডারে (Laxmi Bhandar) ২ কোটিরও বেশি মহিলারা সুবিধা পেয়ে থাকেন, আর ধীরে ধীরে এই সংখ্যা আরও বৃদ্ধি পায় প্রতিদিন এবং আগামী কিছু দিনের মধ্যে রাজ্যের ফের একবারের জন্য দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) অনুষ্ঠিত হতে পারে এমনটাই অনেক জায়গা থেকে জানা যাচ্ছে।
লক্ষ্মী ভান্ডার আপডেট ২০২৪
আর এই দুয়ারে সরকার ক্যাম্পেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বেশি আবেদন করা হয়ে থাকে এবং দেখতে গেলে পুজোর আগে থেকে অনেক আবেদন পরে ছিল এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন এই বাকি আবেদনের ভেরিফিকেসন শেষ হয়ে যাওয়ার পরে বছরের শেষের দিকে থেকে সেই সকল মহিলাদের এই সুবিধা দেওয়া হবে।
Laxmi Bhandar Payment Status Check
এবারে পুরুলিয়ার BJP সাংসদ জ্যোতিরময় সিং মাহাত নিজের X বা Twitter অ্যাকাউণ্টে একটা পোস্ট করে লিখেছেন যে – যেভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরধ যে রাজ্যের সকল মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ২০০০ টাকা করে দেওয়া হোক।
নিজের সমাজমাধ্যমে এই চিঠি তুলে ধরার মাধ্যমে তিনি আরও জানিয়েছেন যে মহারাষ্ট্রে মহিলাদের মাঝি লারকি বেহেন যোজনা (Majhi Ladki Bahin Yojana), ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান (CM Maiya Samman Scheme) উদাহরণও তুলে ধরা হয়েছে। কিন্তু সত্যি যে টাকা বৃদ্ধি করা হবে সেই নিয়ে কোন ধরণের সিদ্ধান্ত সরকারের তরফে জানানো হয়নি।
আর এই চিঠি ছাড়াও অনেকেই মনে করছেন যে লক্ষ্মী ভাণ্ডার (Laxmi Bhandar) প্রকল্পের জন্যই বিগত বিধানসভা ও লোকসভা ভোটে তৃণমূলের এই বিপুল জয়। তাই ফের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে আবার ভাতা বৃদ্ধি হতে পারে, এবারে সকলকে ২০২৫ সালের রাজ্যের বাজেট অধিবেশনের জন্য অপেক্ষা করতে হবে।