পোস্ট অফিসে সুদের হার (Post Office Interest Rate) নিয়ে দারুণ সুখবর পাওয়া গেল কোটি কোটি মানুষের জন্য। বর্তমানে দেশের প্রায় প্রতিটি রোজগেরে মানুষই চান তাদের রোজগার করা অর্থ সঞ্চয় (Post Office Savings Scheme) করতে আর প্রায় সকলেই পোস্ট অফিসে তাদের রোজগার করা অর্থ সঞ্চয় করে থাকেন। বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষেরই পোস্ট অফিসে অ্যাকাউন্ট (India Post Office Account) থাকে।
Post Office Interest Rate 2025
কিন্তু তাদের মধ্যে সবাই যে বিনিয়োগ করেন, তা কিন্তু নয়। তবে আবার অনেকেই আছেন, যাঁরা কোথায় বিনিয়োগ করলে ভালো লাভ পাওয়া যাবে, সারাক্ষণ সেটাই খুঁজে চলেছেন (Post Office Interest Rate). মূলত মুদ্রাস্ফীতির মাত্রা ক্রমশ বেড়েই চলায় বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগই একমাত্র পথ হিসেবে দেখা দিয়েছে। বিভিন্ন ব্যাঙ্ক যেমন তাদের গ্রাহকদের বিনিয়োগ করার জন্য নানা ধরনের স্কিম অফার করে।
পোস্ট অফিস সুদের হার
তেমনি পোস্ট অফিসেও বিনিয়োগ করার বা সঞ্চয় করার জন্য নানা ধরনের স্কিম রয়েছে। পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প গুলির সুদের হার প্রতি ত্রৈমাসিকে সংশোধন করে সরকার। বছরের শুরুতেই অর্থাৎ ২০২৪-২৫ আর্থিক বছর এর প্রথম ত্রৈমাসিকে বেশ কয়েকটি পোস্ট অফিস স্কিমের সুদের হার (Post Office Interest Rate) বাড়িয়েছিল সরকার।
কিন্তু, এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৪ ত্রৈমাসিকে সুদের হারে কোনো পরিবর্তন করা হয়নি। এবার অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকেও পোস্ট অফিসের স্কিম গুলির সুদের হার (Post Office Interest Rate) একই রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বছরের শেষ ত্রৈমাসিকেও পোস্ট অফিসের স্কিম গুলিতে সুদের হারে কোন পরিবর্তন করা হয়নি।
পোস্ট অফিস সেভিংস স্কিম সুদের হার
1) সেভিংস অ্যাকাউন্টের (Post Office Savings Account) ক্ষেত্রে সুদের হার ৪%
2) ১ বছরের টাইম ডিপোজিটের (Post Office Time Deposit) ক্ষেত্রে সুদের হার ৬.৯%
3) 2 বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৭%
4) ৩ বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৭.১%
5) ৫ বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৭.৫% (Post Office Interest Rate)
6) ৫ বছরের রেকারিং ডিপোজিটের (Post Office Recurring Deposit) ক্ষেত্রে সুদের হার ৬.৭%
7) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের (Senior Citizen Savings Scheme) ক্ষেত্রে সুদের হার ৮.২%
8) মাসিক আয় অ্যাকাউন্ট স্কিমের (Monthly Income Scheme) ক্ষেত্রে সুদের হার ৭.৪%
9) জাতীয় সঞ্চয় শংসাপত্রর (National Savings Certificate) ক্ষেত্রে সুদের হার ৭.৭%
10) পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের (Public Provident Fund) ক্ষেত্রে সুদের হার ৭.১%
11) কিষাণ বিকাশ পত্রর (Kisan Vikas Patra) ক্ষেত্রে সুদের হার ৭.৫%
12) সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের (Sukanya Samriddhi Yojana) ক্ষেত্রে সুদের হার ৮.২% (Post Office Interest Rate)
পোস্ট অফিস সেভিং স্কিম
1) পোস্ট অফিস বর্তমানে তাদের সেভিংস অ্যাকাউন্টে জমানো টাকার উপর ৪ শতাংশ সুদ দিচ্ছে। এখান থেকে প্রাপ্ত সুদ কর যোগ্য এবং বিনিয়োগের উপরও ট্যাক্স ছাড় নেই।
2) ১ থেকে ৫ বছর মেয়াদের টাইম ডিপোজিটের উপর ৬.৯ শতাংশ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এখান থেকে প্রাপ্ত সুদ (Post Office Interest Rate) কর যোগ্য। শুধুমাত্র ৫ বছর মেয়াদের বিনিয়োগে ট্যাক্স ছাড় পাবেন।
3) ৫ বছরের রেকারিং ডিপোজিট স্কিমে বর্তমানে ৬.৭ শতাংশ সুদ দিচ্ছে। এখান থেকে প্রাপ্ত সুদ করযোগ্য এবং বিনিয়োগের উপরও ট্যাক্স ছাড় নেই।
4) পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন স্কিমের বর্তমান সুদের হার ৮.২ শতাংশ। এখান থেকে প্রাপ্ত সুদ করযোগ্য, তবে বিনিয়োগের উপরও ট্যাক্স ছাড় পাবেন।
5) পোস্ট অফিসের মাসিক আয় স্কিমের বর্তমান সুদের হার ৭.৪ শতাংশ। এখান থেকে প্রাপ্ত সুদ কর যোগ্য এবং বিনিয়োগের উপরও ট্যাক্স ছাড় নেই।
6) জাতীয় সঞ্চয় শংসাপত্রতে ৭.৭ শতাংশ সুদ দিচ্ছে পোস্ট অফিস। এখান থেকে প্রাপ্ত সুদ এবং বিনিয়োগের উপরও ট্যাক্স ছাড় পাবেন।
7) পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে বিনিয়োগ করলে বর্তমানে ৭.১ শতাংশ সুদ পাবেন। এখান থেকে প্রাপ্ত সুদ এবং বিনিয়োগের উপরও ট্যাক্স ছাড় পাবেন।
তাছাড়া, পোস্ট অফিসের ১১৫ মাসের ক্ষুদ্র সঞ্চয় স্কিম, কিষান বিকাশ পত্রের বর্তমান সুদের হার ৭.৫ শতাংশ। এখান থেকে প্রাপ্ত সুদ কর যোগ্য এবং বিনিয়োগের উপরও ট্যাক্স ছাড় নেই। আবার পোস্ট অফিসের খুবই জনপ্রিয় স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনাতে এখন ৮.২ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এখান থেকে প্রাপ্ত সুদ এবং বিনিয়োগের উপরও ট্যাক্স ছাড় পাবেন (Post Office Interest Rate).
Written by Sampriti Bose