পশ্চিমবঙ্গে রেশন কার্ড (West Bengal Ration Card) নিয়ে বড় খবর রাজ্য সরকারের (Government of West Bengal) তরফে। বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় ১০ কোটির কাছাকাছি মানুষ এই রেশনের মাধ্যমে ফ্রিতে খাদ্য সামগ্রী (Free Ration Items) পেয়ে থাকেন। কিন্তু এই সম্পূর্ণ খরচ রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের তরফে মিলে দেওয়া হয়ে থাকে।
Ration Card News in West Bengal
কিন্তু এবারে কেন্দ্র সরকারের তরফে এই রেশন কার্ড (Ration Card) এর বকেয়া টাকাও নাকি এখন থেকে দেওয়া বন্ধ করেছেন আর এই খবর সম্প্রচারিত হওয়ার পরেই রাজ্যের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের কপালে চিন্তার ভাঁজ লক্ষ করা যাচ্ছে। আর এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের খাদ্য দপ্তরের (Food Department) তরফে চিঠি পাঠানো হয়েছে।
রেশন কার্ড নিয়ে বড় খবর
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের মাধ্যমে আগামী ২০২৮ পর্যন্ত বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার ঘোষণা হয়েছে। আর এর মাধ্যমেই রাজ্যের রেশন গ্রাহকদের গম সরবরাহ করে FCI. আর চাল রাজ্যকেই জোগাড় করতে হয়, তবে এই খবর কেন্দ্রেরই দেওয়ার কথা। কিন্তু ২০২৩ – ২৪ অর্থবর্ষে প্রায় ১৩০০০ কোটি টাকা বকেয়া থেকে গেছে।
Department of Food & Supplies
দ্রুত এই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের খাদ্য দপ্তরকে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বঞ্চনা নিয়ে নানা মঞ্চে সরব হয়েছেন। আর এই রেশন ব্যবস্থা (Ration Card) চালানোর জন্য টাকার দরকার নইলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর এবারে এই নিয়ে অনেকেই চিন্তিত হয়েছেন যে তাহলে কি এবারে রেশন সামগ্রী পাওয়া যাবে না?
আর চিঠিতে জানানো হয়েছে যে এই মাস অর্থাৎ নভেম্বর মাসের ২ তারিখ থেকে যেই সকল নাগরিকরা রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে খাদ্য সামগ্রী কিনেছেন তারা সকলেই স্লিপ পেয়েছেন এবং তাতে গরীব কল্যাণ যোজনার লোগো এবং রাজ্য ও কেন্দ্রের তরফে কি কি সামগ্রী দেওয়া হয় সেই সম্পর্কে সকল তথ্য জানানো হয়ে থাকে।
আর এতদিন এই স্লিপ দেওয়া হত না বলেই মনে করা হচ্ছে এই টাকা দেওয়া হয়নি আর এবারে এই স্লিপ দেওয়া শুরু করে দেওয়ার ফলে অনেকেই মনে করছেন যে এখন হয়তো আর টাকা আটকে রাখা হবে না। আর রেশন কার্ড গ্রাহকদের (Ration Card Holders) সময়মত রেশন সামগ্রী দিতে কোন ধরণের অসুবিধা হবে না।
আর ফ্রি রেশন সামগ্রী দেওয়া বন্ধ হওয়ার কোন খবর বা সিদ্ধান্ত কেন্দ্র বা রাজ্য কোন সরকারের তরফেই জানানো হয়নি। অতএব সকল রেশন গ্রাহকদের এই সম্পর্কে কোন চিন্তা করার দরকার নেই। এবারে আগামী দিনে রেশন ব্যবস্থাকে আরও ভালো করে সঞ্চালন করার জন্য সরকারের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিকেই নজর থাকবে অনেকের।