Post Office Scholarship – পোস্ট অফিস স্কলারশিপের জন্য আবেদন করুন এবং পেয়ে যান ৬০০০ টাকা

দেশ তথা রাজ্যের অসংখ্য ছাত্র ছাত্রীদের জন্য এসে গেল বড় সুখবর (Post Office Scholarship). এবার ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের বিশেষ পোস্ট অফিস স্কলারশিপ দেবে। দীনদয়াল স্পর্শ যোজনার (Deen Dayal Sparsh Yojana Scholarship) অধীনে বছরে মোট ৬০০০ টাকা পেতে চলেছে পড়ুয়ারা। তবে তার জন্য অবশ্যই জানতে হবে আবেদন পদ্ধতি। দেশে পড়ুয়াদের সংখ্যা নিতান্তই কম নয়।

Post Office Scholarship 2024

আর প্রত্যেকেই চায় স্কলারশিপ বা বৃত্তিমূলক সুবিধা গ্রহণ করতে। এমতাবস্থায় রাজ্য বা কেন্দ্রীয় সরকারের পাশাপাশি এবার এগিয়ে এসেছে পোস্ট অফিসও। দীনদয়াল স্পর্শ যোজনার অধীনে তারা দিতে চলেছে স্কলারশিপ (Post Office Scholarship). এটি মূলত একটি পোস্টাল ডিপার্টমেন্টের স্কলারশিপ। যেখানে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে।

দিন দয়াল স্পর্শ যোজনা স্কলারশিপ ২০২৪

এই স্কলারশিপের জন্য আবেদন করলে শিক্ষার্থীদের প্রতিমাসে ৫০০ টাকা করে এক বছরের জন্য সহায়তা করা হয় অর্থাৎ বছরে মোট ৬০০০ টাকা পাওয়া যাবে। এই স্কলারশিপের (Post Office Scholarship) জন্য মূলত একটি প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বসতে হবে। যার মধ্যে প্রথম পরীক্ষায় পোস্টাল স্ট্যাম্প কালেকশনের উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে।

এরপর দ্বিতীয় পরীক্ষায় স্ট্যাম্প সংগ্রহ করার প্রজেক্ট থাকবে। এই লিখিত পরীক্ষার মধ্যে পোস্টাল স্ট্যাম্প ছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, খেলাধুলা সম্পর্কেও প্রশ্ন করা হবে। আর এই পরীক্ষাতে পাশ করলে তবেই এই স্কলারশিপের টাকা পাবে পড়ুয়ারা। উল্লেখ্য, যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইবে তাদের কিছু যোগ্যতা থাকতে হবে।

পোস্ট অফিস স্কলারশিপ আবেদন যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে, সেই সাথে স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পড়ুয়া হতে হবে।
  • স্কুলের Philately Club থাকতে হবে ও আবেদনকারীকে সেই ক্লাবের সদস্য হতে হবে।
  • যদি স্কুলের ক্লাব না থাকে তাহলে আবেদনকারী পড়ুয়ার Philatelic Deposit Account থাকলেও আবেদন করা যাবে।
  • আবেদনকারীকে শেষ পরীক্ষায় ৬০% নম্বর পেয়ে পাশ করে থাকতে হবে। তবে SC ও ST-র শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫% ছাড় দেওয়া হবে।

পোস্ট অফিস স্কলারশিপ আবেদন পদ্ধতি

কোন পড়ুয়া যদি এই Post Office Scholarship-র জন্য আবেদন করতে চাল তাহলে নিকটবর্তী পোস্ট অফিস থেকে এই পরীক্ষার ফর্ম তুলে নিতে হবে। এরপর সেই ফর্ম যথাযথভাবে পূরণ করে ও তাতে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে পোস্টাল ডিপার্টমেন্টের সুপারিন্টেন্ডেন্টের কাছে বা চিফ পোস্ট মাস্টার ভুবনেশ্বরের কাছে জমা করতে হবে।
Written by Sampriti Bose

Leave a Comment