কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। আগামী দিনে কি হতে চলেছে সেই সম্পর্কে কেউই জানে না আর এই কারণের জন্য অনেকেই নিজেদের যত কম রোজগার হোক না কেন সেখান থেকে কিছু না কিছু টাকা জমানোর চেষ্টা করেন (SSY Scheme).
Post Office Sukanya Samriddhi Yojana Monthly 1000
বর্তমানে মেয়েদের স্বাবলম্বী করে তোলার জন্য অনেক সরকারি প্রকল্প (Government Scheme) নিয়ে আসা হয়েছে। কিন্তু এরই সঙ্গে আগামী দিন সুরক্ষিত করার উদ্দেশ্যে অনেক বিনিয়োগ প্রকল্পও নিয়ে আসা হচ্ছে। আর এই সকল কিছুর মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) অন্যতম। আর অনেকে পোস্ট অফিসে SSY স্কিমের অ্যাকাউন্ট খুলে থাকেন।
Sukanya Samriddhi Account Scheme
প্রত্যেক বছরে ২৫০ টাকা থেকে শুরু করে ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন সকলে। আগে মা বাবারা টাকা জমাতেন মেয়ের বিয়ের জন্য কিন্তু এখন অনেকেই তাদের পড়াশোনার জন্য টাকা জমাতে চান যাতে তাদের মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। আর Sukanya Samriddhi Yojana স্কিমে এখন ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হয়ে থাকে।
SSY Rate of Interest
আর সুকন্যা সমৃদ্ধি যোজনাতে (Sukanya Samriddhi Yojana) আপনারা টানা ২১ বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এবং যবে থেকে এই বিনিয়োগ শুরু করবেন তবে থেকে ২১ বছর পর্যন্ত এই স্কিম চালানো সম্ভব। আর ১৮ বছর হয়ে গেলে আপনারা কোন দরকার হলে এই টাকা তুলে নিতে পারবেন। কিন্তু একেবারে এই পুরো টাকা তুললে আপনাদের সুবিধা হতে চলেছে।
সুকন্যা সমৃদ্ধি যোজনা ২০২৪
এবারে যত টাকা বিনিয়োগ করবেন সেই পরিমাণে টাকা আপনারা রিটার্ন পাবেন এবং টানা ২১ বছরের জন্য আপনারা ১ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করলে প্রায় ৬০ লাখ টাকা একেবারে রিটার্ন পাবেন এবং এই টাকার মাধ্যমে আপনাদের মেয়েরা ভালো করে নিজেদের জীবনযাপন করতে পারবে। যা বিনিয়োগ করবেন তার ডবল সুদেই পাওয়া যাবে। বিনিয়োগ করার আগে সকল তথ্য সঠিক করে জেনে নেওয়া উচিত সকলের।