SBI Annuity Deposit Scheme: স্টেট ব্যাঙ্ক অ্যানুইটি ডিপোজিট স্কিম। প্রতিমাসে ব্যাঙ্কে টাকা ঢুকবে

ভারতবর্ষের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল SBI. আর এই ব্যাঙ্কের তরফে SBI Annuity Deposit Scheme বা স্টেট ব্যাঙ্ক অ্যানুইটি ডিপোজিট স্কিম নিয়ে আসা হয়েছে। বর্তমানে কোটি কোটি গ্রাহক স্টেট ব্যাঙ্কে নিজেদের অ্যাকাউন্ট (Savings Account) খুলেছেন। আর এই অসংখ্য গ্রাহকদের জন্য নানা ধরণের বিনিয়োগ স্কিম নিয়ে হাজির হয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক।

SBI Annuity Deposit Scheme 2024

এখানে অ্যাকাউন্ট থাকলে এখন থেকে গ্রাহকেরা প্রতিমাসে পাবেন ১৮ হাজার টাকা। শুনতে অবাক লাগলেও এমনটাই কিন্তু বাস্তব। আসলে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করেছে অ্যানুইটি ডিপোজিট স্কিম (SBI Annuity Deposit Scheme). এসবিআই এর এই স্কিম এমন একটি প্রকল্প, যার অধীনে একজন গ্রাহক প্রচুর সুবিধা পেয়ে থাকেন। এমনকি RBI-র তরফেও এই স্কিমটি প্রশংসিত হয়েছে।

SBI Scheme 2024

এই প্রকল্পের সুবিধাভোগীরা অনেক নতুন সুবিধা পাবেন। স্টেট ব্যাঙ্কের এই স্কিমের মাধ্যমে গ্রাহকেরা নিজেদের ও পরিবারের নিশ্চিত ভবিষ্যৎ পেতে পারবেন। এই SBI Annuity Deposit Scheme গ্রাহকেরা একবার টাকা বিনিয়োগ করে প্রত্যেক মাসে সেখান থেকে উপার্জন করতে পারবেন বিনা পরিশ্রমে এবং বিনা কোন সমস্যা ছাড়াই।

স্টেট ব্যাঙ্ক অ্যানুইটি ডিপোজিট স্কিম

এখানে ৩ বছর থেকে ১০ বছরের অর্থাৎ তিনি ৩৬ মাস, ৬০ মাস এবং ৮৪ মাস বা ১২০ মাসের প্ল্যান বেছে নিতে পারেন। আর সেই প্ল্যানে বিনিয়োগ করতে পারেন। গ্রাহককে SBI Annuity Deposit Scheme একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে। যা তিনি জমা করার পরের মাস থেকে প্রতি মাসে সুদ সরাসরি নিজের অ্যাকাউন্টে তারিখ অনুসারে পেয়ে যাবেন।

কোনো ব্যক্তি যদি কোনো ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার পর প্রতি মাসে মাসে কিস্তিতে টাকা শোধ করেন। এখানে ঠিক তার উল্টোটি হবে অর্থাৎ তিনি যখন এখানে একবার জমা করবেন তখন ব্যাঙ্ক তাকে নির্দিষ্ট কিস্তিতে সুদ সহ টাকা পরিশোধ করবে। আর এসবিআই এর ফিক্সড ডিপোজিটে তিনি যে পরিমাণ সুদ পাবেন এই স্কিমের মধ্যেও তিনি একই পরিমাণ সুদ পাবেন।

আর এই SBI Annuity Deposit Scheme বিনিয়োগ করার নির্দিষ্ট কোন সীমা রাখা হয়নি। তাই কোনো ব্যক্তি তার সুবিধা মতো টাকা বিনিয়োগ করতে পারবেন। সেক্ষেত্রে তিনি যদি এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে তিনি লোনের বিশেষ সুবিধা পাবেন। তবে, প্রয়োজনে গ্রাহক তার নিকটবর্তী এসবিআই ব্রাঞ্চে ভিজিট করে এই স্কিম সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।
Written by Sampriti Bose

Leave a Comment