Bhabishyat Credit Card Scheme – ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লোনের জন্য অনলাইন আবেদন। 5 লাখ টাকা পাওয়া যাবে

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম (Bhabishyat Credit Card Scheme) হল পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে চালু করা একটি সরকারি প্রকল্প (Government Scheme). কিন্তু এই প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না বা এই প্রকল্প সম্পর্কে সঠিক ধারণা না থাকার জন্য আর সুবিধা জেউ নিয়ে উঠতে পারছেন না।

Bhabishyat Credit Card Scheme 2024

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে রাজ্যের বেকার যুবক যুবতীর সংখ্যা নেহাতই কম নয়। তাই এবার রাজ্যে চালু হলো অভিনব এক প্রকল্প ভবিষ্যত ক্রেডিট কার্ড (Bhabishyat Credit Card Scheme). মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকারদের সহায় হলেন আরো একবার।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প ২০২৪

তবে এবার ১০০০ বা ২০০০ টাকা ভাতা নয়, নগদ ৫ লক্ষ টাকা দেওয়া হবে সকলকে যারা আবেদন করবেন। আসলে রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে বেকারত্ব যেভাবে বেড়ে চলেছে তা নিয়ে যথেষ্ট চিন্তিত সরকার। তাই একটা নিশ্চিত কর্মসংস্থান তৈরি করে তাদের ভবিষ্যৎ নিরাপদ করাই এখন সরকারের প্রধান উদ্দেশ্য।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কি?

এই কারণে ৫ লক্ষ টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই টাকা নিয়ে সহজেই বেকার ছেলে মেয়েরা যে কোনো ব্যবসা শুরু করতে পারবেন এবং নিজের পায়ে দাঁড়াতে পারবেন। যদি কোনো যুবক যুবতী নিজের ব্যবসা শুরু করার জন্য আগ্রহী থাকেন সেক্ষেত্রে পর্যাপ্ত মূলধন না থাকলেও রাজ্য সরকার তাকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে সাহায্য করবে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের (Bhabishyat Credit Card Scheme) মাধ্যমে। এই কার্ডের মাধ্যমে রাজ্যের লাখ লাখ বেকার যুবক যুবতীরা উপকৃত হবেন বলেই মনে করছেন অনেকে।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্ট্যাটাস চেক

  • ব্যবসার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়।
  • ঋণের উপর ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়।
  • এক্ষেত্রে কোন রকম গ্যারান্টার লাগে না। রাজ্য সরকার নিজেই ১০% গ্যারেন্টার এই Bhabishyat Credit Card Scheme এ। আর বাকি ৯০% এর কাজ করে ট্রাস্ট ফান্ড ফর MSME.

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড শর্ত নথি

1) আবেদনকারীকে অবশ্যই বিগত 10 বছর ধরে পশ্চিমবঙ্গের যেকোনো জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
2) প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
3) অবশ্যই যে কোন ছোটখাটো ব্যবসা শুরু করে থাকতে হবে এবং দু বছরের জন্য অন্তত সেই ব্যবসা চালু রাখতে হবে।

4) ব্যক্তিকে পূর্বে কোন ঋণ বকেয়া থাকা চলবে না।
5) যে কোনো পরিবার থেকে মাত্র একজন সদস্যই ঋণের (Bhabishyat Credit Card Scheme) সুবিধা লাভ করবেন।
6) আধার কার্ড, ভোটার আইডি কার্ড জাতীয় যে কোনো পরিচয় পত্র।
7) স্থায়ী ঠিকানার সার্টিফিকেট।

8) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
9) উচ্চ শিক্ষার ঋণের (Bhabishyat Credit Card Scheme) ক্ষেত্রে প্রতিষ্ঠানে ভর্তির রশিদ।
10) ব্যবসার ঋণের জন্য ব্যবসার দলিল পত্র।
11) বয়সের প্রমাণ।
12) এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
13) ব্যাঙ্ক পাস বুকের প্রথম পাতা জেরক্স।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন প্রক্রিয়া

1) প্রথমে রাজ্য সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Bhabishyat Credit Card Scheme) এই ওয়েবসাইটটিতে যেতে হবে‌।
2) এরপর অ্যাপ্লাই বাটনে একবার ক্লিক করতে হবে।
3) আবার অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে।
4) যদি গ্রাহক নতুন হন, তাহলে নিউ রেজিস্টার বাটানে ক্লিক করতে হবে।

5) এরপর রেজিস্ট্রেশনের ফর্ম আসবে। গ্রাহককে সেখানে তার নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, বয়স, ইত্যাদি এন্টার করতে হবে।
6) মোবাইল নম্বরে ওটিপি সহ একটি এসএমএস যাবে। স্ক্রিনে ওটিপি লিখে রেজিস্টার বাটানে ক্লিক করতে হবে।
7) একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে। সেটিকে দিয়ে পুনরায় লগইন করতে হবে।

8) এরপর দেখা যাবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের (Bhabishyat Credit Card Scheme) আবেদন পত্র।
9) এটিকে সঠিকভাবে ফিলাপ করতে হবে। পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, যোগাযোগ এবং প্রকল্প অবস্থানের জন্য সম্পূর্ণ ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারী বিভাগ, প্রকল্পের নাম, প্রকল্পের খরচ, কো অপারেটিভ ব্যাংকের নাম ও ঠিকানা ফর্মে লিখতে হবে।

10) এরপর, সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে পরের পেজে আসতে হবে‌।
11) নিজের ডকুমেন্ট গুলোকে স্ক্যান করে আপলোড করতে হবে।
12) ফাইনাল সাবমিট বাটানে ক্লিক করলেই আবেদন শেষ।

তবে কোনো ব্যক্তি চাইলে অফলাইনেও এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। এই জন্য সামনে যখন আবার দুয়ারে সরকার ক্যাম্প আসছে, তখন নিকটবর্তী ক্যাম্পে গিয়ে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের (Bhabishyat Credit Card Scheme) জন্য আবেদন করতে হবে। এই স্কিমের বিষয়ে কারো যদি কিছু জানার থাকে তবে 033 – 22622004 এই টোল ফ্রি নম্বরে ফোন করতে পারেন সকলে।
Written by Sampriti Bose

Leave a Comment