ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে আর মাসের শুরুতে রেশন সামগ্রীর তালিকা (Ration Items List) সম্পর্কে সকলেই জানতে ইচ্ছুক রয়েছেন। আমরা সকলেই জানি যে দেশের মানুষদের আয়ের ওপরে নির্ভর করে অনেক প্রকারের রেশন কার্ড (Ration Card) নিয়ে আসা হয়েছে আর এই কার্ডের ভিত্তিতেই ফ্রি রেশন (Free Ration) দেওয়া হয়ে থাকে।
Ration Items List in December 2024
এখন কেন্দ্র সরকারের তরফে আগামী ২০২৮ সালের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত ফ্রি রেশন সামগ্রী (Ration Items List) দেওয়ার ঘোষণা করা দিয়েছে এবং সকলেই এই সুবিধা পাচ্ছেন। কিন্তু সময়ে সময়ে কিছু দুর্নীতি হওয়ার কারণের জন্য সরকারের তরফে সকল গ্রাহকদের রেশন কার্ড আধার কার্ড লিংক (Ration Card Aadhar Card Link) করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।
ফ্রি রেশন সামগ্রীর তালিকা
আর এখন অনেকেই এই কাজ না করার জন্য এই সময় সীমা আগামী ৩১ শে ডিসেম্বর অর্থাৎ এই মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আর এর পরেও কেউ যদি এই কাজ সম্পন্ন না করেন তাহলে সে আর হয়তো রেশন সামগ্রী (Ration Items List) পাবেন না। তাই যারা যারা এখন এই কাজ সম্পন্ন করেননি তারা অবশ্যই এই কাজ সম্পন্ন করে নিন।
রেশন কার্ড KYC
আর AAY Ration Card গ্রাহকদের সবচেয়ে বেশি সামগ্রী দেওয়া হয়ে থাকে তার মধ্যে ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গ্রাম বা আটা ও ১ কেজি করে চিনি দেওয়া হবে। কিন্তু এই চিনি টাকা দিয়ে কিনতে হবে এবং কত টাকা খরচ হবে সেই সম্পর্কে রেশন দোকানে গিয়ে আপনারা জানতে পারবেন। SPHH PHH Ration Card গ্রাহকদের জন্য ২.৫ কেজি চাল, 1 কিলো ৯০০ আটা বা ২ কেজি ৫০০ গম আপনারা নিতে পারবেন।
পশ্চিমবঙ্গ সরকারের চালু করা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা RKSY – 1 ও RKSY – 2 কার্ড অনুসারে প্রথম কার্ডের গ্রাহকদের ৫ কিলো চাল এবং দ্বিতীয় গ্রাহকদের ২ কেজি করা চাল দেওয়া হবে, এই কার্ড ধারীদের গম বা আটা দেওয়া হয় না। আর আগের থেকে এই সম্পর্কে জেনে নিয়ে আপনারা নিজেদের সুবিধা অনুসারে সামগ্রী পেয়ে যাবেন।