পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি (Salary Hike) নিয়ে বছর শেষে নতুন আপডেট পাওয়া গেল। বিগত কিছুদিন ধরের বেতন থেকে শুরু করে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বেড়েই চলেছে কেন্দ্র সরকারি কর্মী সহ দেশের বাকি সকল রাজ্য সরকারি কর্মীদের। কিন্তু সেই লোকসভা ভোটের আগে দুইবারে মোট ১৪% DA বৃদ্ধি করা হয়েছিল।
Salary Hike Employee Benefits
এখন বর্তমানে কেন্দ্র সরকারি কর্মীরা ৫৩% হারে ভাতা পাচ্ছে আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে এই ফারাক ৩৯% তে গিয়ে পৌঁছিয়েছে। আর স্বভাবত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই খবর শুনে একদমই খুশি হননি। কিন্তু এবারে এই সমস্যা দূর করতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফে কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন।
সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি
পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের (West Bengal Finance Department) তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বার্ষিক ৩৬০০০ টাকা অর্থাৎ মাসিক ৩০০০ টাকা করে মাইনে বাড়ানো হল। আর এই সুখবর শুধুমাত্র চুক্তিভিত্তিক কর্মীদের জন্য। বছরের শেষে এসে এই খবর পাওর ফলে আগামী বছরের শুরুতে সকলের শুরুটা (Salary Hike) ভালো হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
West Bengal Finance Department
ESI স্কিমের আওতায় যেই সকল Group D কর্মীরা এতদিন পর্যন্ত ১২০০০ টাকা পেতেন তারা এখন ১৫০০০ টাকা করে পাবেন। ২০১৩ সালে রাজ্য সরকারের তরফে বিল পাশ করে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই হিসাবেই রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে এই সকল চুক্তি কর্মী নিয়োগ করা হয়।
চলতি অর্থ বর্ষে এই সকল কর্মীদের বেতন (Salary Hike) দেওয়ার জন্য ২৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যের সকল চুক্তি ভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হলেও আসলে রাজ্য সরকারি কর্মীদের বেতন বা মহার্ঘ ভাতা নিয়ে এখন পর্যন্ত কোন কিছু ঘোষণা করা হয়নি। আর এবারে আগামী দিনে কি হয় সেই অপেক্ষায় রয়েছেন অনেকেই।