ছুটি (Government Holiday) এই কথাটি সম্পর্কে আমরা সকলেই জানি এবং ছোট থেকে বড় আট থেকে আশি সকলে ছুটি উপভোগ করতেও পিছুপা হন না। আর সবেমাত্র অক্টোবর মাসে দুর্গা পুজো, দীপাবলি থেকে শুরু করে নভেম্বর মাসের জগদ্ধাত্রী পুজো ও গুরু পূর্ণিমা পর্যন্ত অনেক দিনই সকলে ছুটি উপভোগ করেছে।
West Bengal Government Holiday List
আর বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের তরফে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের স্কুল গুলোকে টানা দুর্গা পুজোর আগে থেকে শুরু করে ভাইফোঁটার পরের দিন পর্যন্ত ছুটি (Government Holiday) ছিল। কিন্তু শুধুমাত্র প্রাথমিক বিভাগের সকল স্কুল গুলিকে লক্ষ্মী পুজোর পরে ১ সপ্তাহের জন্য খুলে ফের কালীপূজোর আগে বন্ধ করে দেওয়া হয়েছে।
ডিসেম্বর মাসের ছুটির তালিকা ২০২৪
কিন্তু সরকারি কর্মীদের জন্য খুবই অল্প দিন ছুটি ছিল। আর এবারে ডিসেম্বর মাসে কতদিনের জন্য ছুটি থাকতে চলেছে এবং কারা কতদিন ছুটি পাবে দেখে নেওয়া যাক। মুলত এই ডিসেম্বর মাসে স্কুলে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার ফলে পড়ুয়াদের ছুটি থাকে আগামী বছরের জানুয়ারি মাসের ২ তারিখ পর্যন্ত। বাকি ছুটির দিন গুলো দেখে নেওয়া যাক।
সরকারি ছুটির তালিকা
ডিসেম্বর মাসে ৫ টি রবিবার সমেত আর ২৫ তারিখ বড়দিন বা খ্রিসমাস উপলক্ষে ছুটি থাকবে আর এখন উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে বায়ুদূষণ এবং প্রচণ্ড শীতের জন্য শীতের ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। আরেই ছুটি ঠিক কতদিন পর্যন্ত চলবে সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। কিন্তু পশ্চিমবঙ্গ ওপরে উল্লেখিত দিনেই সরকারি কর্মীদের ছুটি (Government Holiday) থাকতে চলেছে।
আর এবারে সরকারের তরফে কোন অতিরিক্ত ছুটি দেওয়া হয় কিনা সেটাই এখন দেখার। আর আগামী বছরের সরকারি কর্মীদের ছুটির তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে সরকারের তরফে, কিন্তু স্কুলেরছুতির তালিকা এখন প্রকাশ পায়নি। আর প্রকাশিত ছুটির তালিকায় কয়েকটা বেশি ছুটি পাওয়া যাবে এবং সবাই পাবেন।