পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) নিয়ে চলতি বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফে এক বড় নির্দেশ দেওয়া হয়েছিল। আর এই নির্দেশে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে ২০১০ সালের পর থেকে পশ্চিমবঙ্গে জারি করা সকল ওবিসি কাস্ট সার্টিফিকেট (OBC Caste Certificate) বাতিল করে দেওয়া হয়েছে।
West Bengal OBC Certificate Case
কিন্তু এই রায় না মেনে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) দারস্ত হয় পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). আর বর্তমানে এই মামলার শুনানি সুপ্রিম কোর্টে চলছে। কিন্তু এখন পর্যন্ত একের পর এক এই শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছিলো কিন্তু এবারে OBC Certificate মামলার শুনানির দিন ৯ ই ডিসেম্বর অর্থাৎ আগামী মাস ঠিক করা হয়েছে।
পশ্চিমবঙ্গে OBC সার্টিফিকেট মামলা
আর এই দিন মামলা নিয়ে কোন ধরণের সিদ্ধান্ত জানানো হতে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল সিব্বল এই রায়ের স্থগিতাদেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানান এবং এর কারণ হিসাবে জানান যে অনেক নিয়ম আটকে রয়েছে এই রায়ের জন্য এবং এতে অনেক কর্ম প্রার্থীদের সমস্যা হচ্ছে।
কাস্ট সার্টিফিকেট বাতিল মামলা
আর কাজে নিয়োগের সঙ্গে সঙ্গে অনেক ধরণের সরকারি ও বেসরকারি ক্ষেত্রে পড়াশোনার জন্য নিয়ম পেতেও অনেকের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর আগেও কপিল সিব্বলের তরফে এই আর্জি জানানো হয়েছিল কিন্তু এই নিয়ে কোন সমাধান হয়নি। এবারে OBC Certificate বাতিল মামলা নিয়ে কি হতে চলেছে সেই দিকে নজর রয়েছে অনেকের।
২০১১ সালে বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর এই OBC Certificate এর মধ্যে ৭৭ টি পিছিয়ে থাকা সম্প্রদায়কে OBC শ্রেণীর মধ্যে নিয়ে আসা হয়েছিল। আর এই কারণের জন্যই ২০২৪ সালের মে মাসে ২০১১ থেকে জারি করা সকল সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেওয়া হয়। আর ৫ লাখ শংসাপত্র একেবারে বাতিল করে দেওয়া হয়।