Taruner Swapna Scheme – তরুণের স্বপ্ন প্রকল্প 2024 টাকা কবে দেবে? পশ্চিমবঙ্গ সরকারের বড় আপডেট

পড়ুয়াদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapna Scheme) নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে। করোনা মহামারির সময়ে আমরা সকলেই দেখেছি যে স্কুল ও কলেজ বন্ধ থাকার জন্য লাখ লাখ ছাত্র ছাত্রীদের পড়াশোনা (Education) একেবারে লাটে উঠেছিল, বিশেষ করে রাজ্যের গরীব পড়ুয়ারা তো লেখা পড়া ছাড়তে বাধ্য হয়েছিল।

West Bengal Taruner Swapna Scheme

আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্যের সকল সরকারি স্কুলে পাঠরত পড়ুয়াদের পড়াশোনার সুবিধার জন্য তরুণের স্বপ্ন স্কিমের (Taruner Swapna Scheme) মাধ্যমে ফ্রিতে ট্যাব (Free TAB) দেওয়া হবে। প্রথমে দ্বাদশ শ্রেণীতে এই ট্যাব দিলেও এখন একাদশ ও দ্বাদশ শ্রেণী উভয় পড়ুয়াদের এই জিনিস দেওয়া হয়ে থাকে।

তরুণের স্বপ্ন প্রকল্প ২০২৪

কিন্তু এবারে পড়ুয়াদের সুবিধার জন্য চালু করা এই প্রকল্পেও অনিয়মের খবর পাওয়া যাচ্ছে। এই ধরণের অনিয়ম যাতে আর না হয় সেই সিকে খতিয়ে দেখার জন্য নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থ বৈঠক সেরেছেন। আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে আধার নম্বর ব্যবহার করার মাধ্যমে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Taruner Swapna Scheme Free Tablet

বৈঠক শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর (Education Department) কে এই বিষয়ে বিস্তারিত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিছু দিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাওয়ার মত খবর পাওয়া গিয়েছিল আর এবারে এই তরুণের স্বপ্নতেও আধার লিংক করা নিয়ে নির্দেশ দেওয়া হতে চলেছে বলে মনে করছেন অনেকে।

আর আগামী বছর থেকে এই প্রকল্পের টাকা পেতে যাতে কোন ধরণের অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই জন্য শিক্ষা দপ্তরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আর বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের টাকা পেতে গ্রাহকদের বায়োমেট্রিক আপডেট করানো হয়ে থাকে। এই তরুণের স্বপ্ন (Taruner Swapna Scheme) টাকা পেতে বাংলার শিক্ষা (Banglar Shiksha) পোর্টালে নাম নথিভুক্ত করা হয়।

এবার থেকে এই তরুণের স্বপ্ন প্রকল্পে আধার কার্ড নথিভুক্ত করার ব্যবস্থা করা হবে। কারণ বর্তমানে এমন কোন ব্যবস্থা নেই বলেই জানিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু ভর্তির সময়ে পড়ুয়াদের সকল তথ্য তাদের কাছে থাকে আর এই কারণের জন্য এই তথ্য দিতে কোন অসুবিধার কথা নেই। এবারে দেখার অপেক্ষা যে এই সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Comment