বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) নিয়ে অনেক খবর প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে। এই সরকারি প্রকল্পে (Government Scheme) আবেদন থেকে শুরু করে, নাম বাতিল, পুনরায় যাচাই তো অনেক হল এবারে টাকা দেওয়া নিয়ে বড় আপডেট পাওয়া গেল পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে।
Bangla Awas Yojana 1st Installment Payment Update
আমরা সকলেই জানি যে এই বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana) মাধ্যমে পিএম আবাস যোজনার টাকা (PM Kisan Installment) যেই সকল মানুষেরা পাননি তাদেরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee). আর এই জন্য এত তোড়জোড় করা হচ্ছে, কারণ দেখা যাচ্ছে যে অনেক মানুষেরই বাড়ি অর্ধেক হয়ে পরে রয়েছে।
বাংলা আবাস যোজনা প্রকল্প
এই তালিকা যাচাই করার জন্য আগামী ১৯ শে নভেম্বর পর্যন্ত সকল সুবিধা ভোগীদের বাড়ি বাড়ি যাচ্ছেন সরকারি আধিকারিকরা। এই সার্ভে (Bangla Awas Yojana Survey) করার মূল কারব হল আগে দেখা হবে যে তারা সত্যি সত্যি কি এই টাকা পাওয়ার যোগ্য? নাকি অন্য কোন মানুষকে এই টাকা দেওয়া হলে তাদের সুবিধা হতে চলেছে।
বাংলা আবাস যোজনা লিস্ট
প্রধানমন্ত্রী আবাস যোজনায় মুলত অভিযোগ করা হয়েছিল যে যাদের টাকা পাওয়ার কথা নয় তারা দুর্নীতির মাধ্যমে টাকা পাচ্ছেন এবং যাদের টাকা পাওয়া উচিত তারা এই টাকা পাচ্ছেন না। আর এই কারণের জন্যই টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এর পরই রাজ্য সরকারের তরফে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
২৮ শে নভেম্বর ২০২৫ এর মধ্যে এই চূড়ান্ত লিস্ট (Bangla Awas Yojana list) প্রকাশ করা হবে এবং এই লিস্ট রাজ্যের সকল পৌরসভা, পঞ্চায়েত এবং আরও কিছু কিছু সরকারি অফিস বা দপ্তরে টাঙ্গিয়ে দেওয়া হবে মানুষদের সুবিধার জন্য। আর সকল গ্রামে এই কাজ ১৩ ই ডিসেম্বরের মধ্যে শেষ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
আর এই সকল কাজ শেষ হয়ে যাওয়ার পর গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী ২৩ শে ডিসেম্বর ২০২৪ প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বলে এখন পর্যন্ত আপডেটে জানতে পারা যাচ্ছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী মজুমদার জানান যে – মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের ফলেই এই কাজ এত তাড়াতাড়ি সম্পন্ন করা হচ্ছে।
এই বাংলা আবাস যোজনার টাকা (Bangla Awas Yojana Payment) সিদ্ধান্ত এত তাড়াতাড়ি নেওয়ার ফলে রাজ্যের লাখ লাখ মানুষদের সুবিধা হতে চলেছে। আর আগামী দিনে মনে করা হচ্ছে যে অনেকেই এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করে নেওয়ার মাধ্যমে এই প্রকল্পের লাভ তুলতে পারবেন। এই সম্পর্কিত আরও তথ্য জানার জন্য আমাদের পেজটিকে ফলো করুন।