প্যান কার্ড (PAN Card) আধার কার্ডের (UIDAI Aadhaar Card) পর সব থেকে জরুরি নথিপত্র সকল ভারতীয় নাগরিকের কাছে। এই প্যান কার্ড ছাড়া বিশেষত কোন ধরণের আর্থিক লেনদেন বা কাজ করা সম্ভব হবে না। কিন্তু যেই জিনিসের বেশি ব্যবহার হয় সেই জিনিস নিয়ে অনেক ধরণের দুর্নীতি দেখতে পাওয়া যায় সময়ে সময়ে।
PAN Card New Rules
আর এই কারণের জন্য এবারে এই প্যান কার্ড (PAN Card) নিয়ে অনেক ধরণের নিয়মে পরিবর্তন করা হয় কেন্দ্র সরকারের (Central Government) তরফে। আর এই সকল নিয়মের মধ্যে বিগত ২০২৩ সালে ডিজিটাল পার্সোনাল প্রোটেকশন অ্যাক্ট নিয়ে আসা হয় সরকারের পক্ষ থেকে এবং এই আইনে অনেক কিছু জানানো হয়েছে প্যান কার্ড নিয়ে।
Digital Personal Data Protection Act
আর এই নতুন আইনে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি কোন আর্থিক সংস্থা আপনার প্যান কার্ডের (PAN Card) তথ্য কোন ধরণের কাজে লাগাতে চায় তাহলে তাদের আপনার থেকে অনুমতি নিয়ে তবেই এই সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ আপনি যদি না চান তাহলে কেউ এই তথ্য ব্যবহার করতে পারবে না।
ডিজিটাল ব্যাক্তিগত ডেটা সুরক্ষা বিল
এই ডিজিটাল যুগে গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের তরফে এই সকল নিয়ম জানানোর মাধ্যমে দারুণ কাজ করা হচ্ছে বলে মনে করছেন অনেকে। আর প্যান কার্ড (PAN Card) গ্রাহকরা এই জন্য খুবই নিশ্চিন্ত হয়েছেন। আর যদি কেউ বা কোন সংস্থা আপনার অনুমতি ছাড়াই এই কার্ডের ব্যবহার করেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা।
আর বিশেষ করে সকল নাগরিকদের নিজেদের সকল দরকারি জিনিসের সুরক্ষা নিশ্চিন্ত করার জন্য অবশ্যই প্রচেষ্টা ও সতর্ক থাকতে হবে এবং কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক, পোস্ট অফিস, পুলিশ বা সাইবার থানায় অভিযোগ করা উচিত। কারণ গ্রাহকরা জতক্ষন না সতর্ক হচ্ছেন ততক্ষণ তাদের এই নিয়ে কোন ধরণের সুরাহা হবে না।
আর এই ডিজিটাল ব্যাক্তিগত ডেটা সুরক্ষা বিল সম্পর্কে সকলের স্পষ্ট চিন্তা ধারা থাকা উচিত বলেই মনে করছেন অনেকে। আর দেশের কোটি কোটি প্যান কার্ড গ্রাহকদের (PAN Card Holders) জন্য এই ধরণের সকল নিয়ম ভবিষ্যতেও আসতে পারে বলে মনে করা হচ্ছে এবং এই আইনের মাধ্যমে গ্রাহক সুরক্ষা অনেকটাই রক্ষা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।