PMSBY Yojana – প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। 2 লক্ষ টাকার দুর্ঘটনা বীমা পাবেন সকলে

প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (PMSBY Yojana) দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষকে কম খরচে দুর্ঘটনা বীমা (Accidental Insurance) প্রদানের উদ্দেশ্যে কেন্দ্র সরকারের (Government of India) তরফে নিয়ে আসা হয়েছে। আর এই স্কিমের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ নিজেরা এবং নিজের পরিবারের মানুষদের সুরক্ষিত করতে পেরেছেন।

PMSBY Yojana Accidental Insurance Scheme

প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (Pradhan Mantri Suraksha Bima Yojana) স্কিমে মাত্র বার্ষিক ২০ টাকা প্রিমিয়াম (PMSBY Premium) দেওয়ার মাধ্যমে কোন ধরণের দুর্ঘটনা হলে ২ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভারেজ পেয়ে যাবেন। আর এই টাকা নিজেদের বা পরিবারের কারোর চিকিৎসার কাজে লাগিয়ে তাকে সুস্থ এবং সুরক্ষিত করে তোলার জন্য কাজে লাগবে।

Pradhan Mantri Suraksha Bima Yojana Online Apply

আর যে কোন ধরণের পথে দুর্ঘটনার ফলে যদি কোন পলিসি ধারকদের মৃত্যু হয়ে যায় তাহলেও তার পরিবারের সদস্যদের মধ্যে যে নমিনি হবে তাকে এই ২ লাখ টাকা দিয়ে দেওয়া হবে (PMSBY Yojana). আর এই যোজনা সম্পর্কে এখনো অনেক মানুষই জানেন না আর এই জন্য এই সুবিধা থেকে এখন অনেকেই বঞ্চিত হয়ে রয়েছে।

প্রধানমন্ত্রী নিরাপত্তা বীমা যোজনা

এই স্কিমের (PMSBY Yojana) সুবিধা পাওয়ার জন্য আপনাকে আবেদন করে নিতে হবে আর এই আবেদন পদ্ধতি জেনে নিয়ে আপনারা এই সুবিধা পেতে পারবেন। আবেদন করার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং নিজের ভাষা চয়ন করে ফর্ম ফিলাপ করে নিয়ে নিজের সকল তথ্য এবং KYC করানোর জন্য আধার কার্ড ও প্যান কার্ডের তথ্য দিয়ে দিতে হবে।

এই সকল তথ্য লিখে দেওয়ার পর আপনাকে সকল নথিপত্র সফট কপি আপলোড করে দিতে হবে। আর এই সকল নথি আপ্রুভ হয়ে গেলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আপনাকে কনফার্মেশন পাঠিয়ে দেওয়া হবে। আর এছাড়াও আপনারা অফলাইনের মাধ্যমে নিজেদের এই আবেদন করতে পারবেন সেই জন্য কোন ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে হবে।

সুরক্ষা বীমা যোজনা (PMSBY Yojana) বার্ষিক প্রিমিয়ামের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এবং সেই পরিমাণ টাকা আপনাকে নিজেদের ব্যাঙ্কে যেন থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে এবং এই স্কিম যেহেতু সরকারের নিয়ন্ত্রণে সেই কারণের জন্য এই স্কিমে বিনিয়োগ সুনিশ্চিত এবং কম খরচে বীমা কভারেজ পাবেন সকলে।

Leave a Comment