রান্নার গ্যাস (LPG Gas) নিয়ে সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের অনেক চিন্তা থাকে, মুলত এই দাম বৃদ্ধি নিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। রোজগার বৃদ্ধি হচ্ছে না কিন্তু মূল্য বৃদ্ধির জন্য রোজকারের সকল জিনিসের দাম অনেকটাই বৃদ্ধি পাচ্ছে নিরন্তর। আর এই জন্য এই গ্যাস সিলিন্ডারের (Liquefied Petroleum Gas) দাম বাড়লে সমস্যার সম্মুখীন হন অনেকেই।
Get LPG Gas in Just 450 Rupees in PMUY Scheme
সারা দেশে নিম্ন আয়ের পরিবারের পাশে দাঁড়াতে, ভারত সরকারের বেশ কিছু পরিকল্পনা করেছে। সাশ্রয়ী মূল্যে মৌলিক প্রয়োজনীয়তা প্রদান করার জন্য চালু করা হয়েছে একের অধিক যোজনা। যাদের সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন, তাঁরাই পান সরকারি সাহায্য। এই রকম আরও একটি সুবিধা হল রেশন কার্ড রয়েছে, এমন পরিবার গুলির জন্য কম দামে রেশনের ব্যবস্থা আর রান্নার গ্যাসও (LPG Gas) পাবেন কম খরচে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাস
এখন, সরকার এই পরিবারের জন্যই একটি নতুন নিয়ম চালু করেছে। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট বা NFSA-র অধীনে, সরকার ইতি মধ্যেই যোগ্য পরিবারকে ভর্তুকি হারে রেশন সরবরাহ করে। এবার থেকে আবার, রেশন কার্ড ধারকদের মাত্র ৪৫০ টাকাতেই এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) অফার করা হবে৷ আগে যারা উজ্জ্বলা প্রকল্পের অংশ ছিলেন, তারাই এই দামে সিলিন্ডার পেতে পারে৷
রান্নার গ্যাস ভর্তুকি
কিন্তু এখন, এই সুবিধা রাজ্যের সমস্ত যোগ্য রেশন কার্ডধারীদের জন্য উপলব্ধ করা হচ্ছে। বর্তমানে এই রাজ্যের ১ কোটিরও বেশি পরিবার রয়েছে যারা NFSA-র অংশ। এর মধ্যে, প্রায় ৩৭ লক্ষ পরিবার ইতি মধ্যেই উজ্জ্বলা যোজনা থেকে উপকৃত হচ্ছেন। এই যোজনা ভর্তুকি যুক্ত এলপিজি সিলিন্ডার (LPG Gas Subsidy) সরবরাহ করছে।
আর এই নতুন নিয়মে, অতিরিক্ত ৬৮ লক্ষ পরিবার ৪৫০ টাকা কম দামে গ্যাস সিলিন্ডার পেতে সক্ষম হবে। এই সুবিধা পেতে, রেশন কার্ডধারীদের এলপিজি আইডির সাথে রেশন কার্ড লিংক (LPG Gas KYC) করতে হবে। গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পেতে, এই পদক্ষেপটি অপরিহার্য। উপরন্তু, রেশন কার্ড ধারকদের অবশ্যই ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আধার কার্ডকে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করলেই যথেষ্ট, এটা সরকারের কাছে গ্রাহকের পরিচয় যাচাই করতে সাহায্য করবে। এই পরিবর্তন রাজ্যের অনেক নিম্ন আয়ের পরিবারকে উল্লেখ যোগ্য ত্রাণ দেবে, বিশেষ করে যারা আগে উজ্জ্বলা প্রকল্পের আওতায় ছিলেন না। গ্যাস সিলিন্ডারকে আরও সাশ্রয়ী করার মাধ্যমে।
সরকার এই পরিবারের জন্য পরিবারের খরচের বোঝা লাঘব করার উপর ফোকাস করছে। আরও বেশি মানুষ যাতে রান্নার গ্যাসের (LPG Gas) মতো মৌলিক পরিষেবা নিতে পারে, তাও নিশ্চিত করছে সরকার। এই নতুন পদক্ষেপের ফলে দারুন উপকৃত হতে চলেছেন দেশের অসংখ্য সাধারণ মানুষ। তাহলে যারা যোগ্য তারা শীঘ্রই এই আবেদন করে ফেলুন।
Written by Sampriti Bose