Ration Card – রেশন কার্ডের নিয়মে পরিবর্তন। গ্রাহকরা কম ফ্রি রেশন সামগ্রী পাবেন

পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের কাছে রেশন কার্ড (Ration Card) খুবই জরুরি এক নথিপত্র। আমরা সকলেই জানি যে আগামী ২০২৮ পর্যন্ত ফ্রি রেশন সামগ্রী (Free Ration Items) দেওয়ার ঘোষণা ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে। আর এই সামগ্রীর মধ্যে চাল ও গমই বেশি পরিমাণে দেওয়া হয়ে থাকে।

Ration Card KYC is Mandatory

প্রায় ৩ থেকে ৪ রকমের রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে রেশন সামগ্রী বিতরণ করা হয়ে থাকে পশ্চিমবঙ্গে। যেমন – অন্ত্যোদয় অন্ন যোজনা (Antyodaya Anna Yojana), স্পেশাল প্রায়োরিটি হাউজ হোল্ড (Special Priority House Hold), প্রায়োরিটি হাউজ হোল্ড (Priority House Hold), রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা (Rajya Khadya Suraksha Yojana) এই সকল কার্ডের মাধ্যমে আলাদা আলাদা সামগ্রী দেওয়া হয়ে থাকে।

Ration Items List

কিন্তু এবারে নভেম্বর মাস থেকে গ্রাহকদের জন্য এক ঝটকা দেওয়া হল। এবার থেকে রেশন কার্ডের মাধ্যমে (Ration Card) যেই সকল গ্রাহকরা ৩ কেজি করে চাল ও গম পেতেন তারা এবার থেকে ২.৫ কিলো করে চাল ও গম পাবেন বলে জানানো হয়েছে। এই হিসাব অনুসারে AAY Ration Card বা অন্ত্যোদয় রেশন কার্ড গ্রাহকরা সবচেয়ে বেশি ৩৫ কেজি সামগ্রী পেয়ে থাকতেন।

Ration Card Aadhaar Link

এবারে সেই সকল রেশন কার্ড গ্রাহকরা ১৮ কেজি চাল ও ১৭ কেজি গম পাবেন বলেই জানানো হয়েছে আর এই নিয়ম বিগত ১লা নভেম্বর থেকে কার্যকর করে দেওয়া হয়েছে। কিন্তু এবার থেকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা একেবারে চূড়ান্ত এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। কারণ এই কাজের মাধ্যমে সরকারের তরফে নকল তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।

এই রেশন কার্ড KYC করার জন্য সরকারের তরফে ৩১শে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত অনেকেই এই কাজ সম্পন্ন করেননি। কিন্তু এবারে এই কাজ সম্পন্ন করা না হলে এই বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ করে দেওয়া হতে পারে। তাই সকল রেশন কার্ড গ্রাহকদের (Ration Card Holders) উচিত আগের থেকে এই সম্পর্কে অবগত থেকে নিজেদের কাজ সম্পন্ন করে নেওয়া।

আর এই সামগ্রী কম পাওয়ার ফলে সকল গ্রাহকদের অনেকটাই সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু এবারে আপনাদের কার্ড অনুসারে কি কি সামগ্রী পাবেন সেই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা রেশন দোকানে গিয়ে এই সম্পর্কে আরও সকল তথ্য সম্পর্কে জেনে নিতে পারবেন। আর যারা এখন লিংক করেননি তারা এই কাজ তাড়াতাড়ি করে নিন বিপত্তি এড়াতে।

Leave a Comment