Lakshmir Bhandar – লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খুললেন। লক্ষ্মীর ভাণ্ডার টাকা নিয়ে বড় খবর

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme) নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) বড় কথা বললেন অবশেষে। রাজ্যের মেয়েদের জন্য প্রচুর প্রকল্প (Government Scheme) চালু করেছেন। যার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Laxmi Bhandar). প্রতি মাসে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি ১০০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকে।

Lakshmir Bhandar Scheme Payment

এই টাকা বর্তমানে পশ্চিমবঙ্গের মা বোনদের অনেক দরকারের টাকা হয়ে দাঁড়িয়েছে। অনেকে আবার সংসার খরচ পর্যন্ত চালান। আগে এই লক্ষীর ভাণ্ডার প্রকল্পের (Lakshmir Bhandar) অধীনে রাজ্য সাধারণ শ্রেণি মহিলাদের ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের হাজার টাকা করে দেওয়া হতো। তবে সেই টাকা এখন বৃদ্ধি করা হয়েছে।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ২০২৪

বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের (Lakshmir Bhandar) অধীনে সাধারণ শ্রেণীর মহিলাদের ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের ১২০০ টাকা করে দেওয়া হয়। এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডারের বিষয়ে বড় ঘোষণা করা হলো। ফের একবার লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী। সম্প্রতি এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লক্ষ্মী ভান্ডার আপডেট

লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, মহারাষ্ট্রে লক্ষ্মীর ভান্ডার নিয়ে ‘মিথ্যা’ প্রচার করা হচ্ছে। বাংলা ছাড়া ভারতের আর অন্য কোনও রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের মতো মাসে মাসে টাকা দেওয়া হয় না। প্রচারের জন্য শুধুমাত্র রাজনৈতিক দল গুলি মিথ্যা প্রতিশ্রুতি দেয়। চলতি মাসেই মহারাষ্ট্রে নির্বাচন রয়েছে। তার আগে মমতার এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সামনেই মহারাষ্ট্রে নির্বাচন রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের মতোই মহারাষ্ট্রের জোট সরকার রাজ্যের মহিলাদের জন্য চালু করেছিল ‘লাডকি বহিন’ প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) মতোই এই প্রকল্পের আওতায় মাসে মাসে মহিলাদের হাতে অর্থ সাহায্য তুলে দেওয়ার ঘোষণা করা হয়। এই প্রকল্পের আওতায় সে রাজ্যের মহিলাদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে।

সম্প্রতি আবার সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা ভোটে জিতলে লাডকি বহিন প্রকল্পের আওতায় ভাতা ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,১০০ টাকা করে দেওয়া হবে। এই দিকে এই প্রকল্প নিয়ে শুরু হয়েছে বিভ্রাট। প্রতিশ্রুতির পাল্টা প্রতিশ্রুতি দিচ্ছেন বিরোধীরা। সম্প্রতি রাহুল গান্ধী, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে প্রমুখ মুম্বইয়ে বিরোধীদের ‘মহা বিকাশ আঘাড়ী’র যৌথ প্রচারের মঞ্চ থেকে আরও বড় ঘোষণা করেন।

প্রতিশ্রুতি দিয়ে বলেন তারা ক্ষমতায় এলে ‘মহালক্ষ্মী যোজনা’ চালু করা হবে। যার আওতায় মহিলাদের মাসে ৩০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এই সবের মধ্যেই এবার কটাক্ষ করে মমতা বললেন, ‘রাজনৈতিক দল গুলি কেবল মিথ্যা প্রতিশ্রুতি দেয়।’ এমতাবস্থায়, এই রাজ্যের লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) মতোই লাডকি বহিন প্রকল্প কি সেখানে বিজেপির জন্য বিশেষ কোনো সুবিধা এনে দেবে, সেটিই এখন দেখার বিষয়।
Written by Sampriti Bose

Leave a Comment