Ration Card – রেশন কার্ডের নিয়মে বড়সড় বদল। ফ্রি রেশন সামগ্রী পেতে মানতেই হবে

রেশন কার্ড (Ration Card) আগের মত এখন আর পরিচয় পত্র হিসাবে ব্যবহার হয় না। কিন্তু করোনা মহালারির পর থেকে দেশের কোটি কোটি গরীব ও মধ্যবিত্ত মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এরই সঙ্গে যবে থেকে ফ্রি রেশন সামগ্রী (Free Ration Items) দেওয়ার ঘোষণা করা হয়েছে তবে থেকে এই কার্ডের গুরুত্ব প্রতিদিন অন্তর বৃদ্ধি পাচ্ছে।

Ration Card Rule Change

আর বিশেষ করে এই রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে রাজ্য সরকারি হোক বা কেন্দ্র সরকার সকলের তরফে চেষ্টা করা হয় যে সকল নাগরিকদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু বিগত কিছু সময় ধরে গরীবদের প্রাপ্য এই রেশন সামগ্রী নিয়েও কিছু মানুষ দুর্নীতি করা শুরু করে দিয়েছিলেন এবং এর ফলে যাদের চাল গমের দরকার তারা পাচ্ছিলেন না।

পশ্চিমবঙ্গে রেশন কার্ড নিয়ম বদল

আর যাদের দরকার নেই তারা এই সকল সামগ্রী কালো বাজারির মাধ্যমে বিক্রি করে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। আর এই জন্য রেশন কার্ড আঁধার কার্ড লিংক (Ration Card Aadhaar Link) করার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারের তরফে এবং এই সময় কাল আগামী ৩০ শে সেপ্টেম্বর শেষ হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত অনেকেই এই কাজ সম্পন্ন করেননি।

রেশন কার্ড KYC আপডেট

আর এই কারণের জন্য সকল গ্রাহকদের এখনো পর্যন্ত জানানো হচ্ছে তারা যেন তাড়াতরই এই রেশন কার্ড KYC সম্পন্ন করেন। এই কাজটি সম্পন্ন করা হলে আখেরে এই সকল মানুষদেরই সুবিধা হতে চলেছে। এতদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রেশন ডিলারদের বিরুদ্ধে অভিযোগ আসছিল যে তারা সামগ্রী মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের না দিয়ে অন্যত্র বিক্রি করে মুনাফা তুলছিলেন।

কিন্তু এবার থেকে রেশন দোকানে স্লিপ সিস্টেম শুরু করা হয়েছে আর এই স্লিপ সিস্টেমের মাধ্যমে গ্রাহকরা তাদের রেশন কার্ডের (Ration Card) হিসাবে কত কিলো সামগ্রী পাচ্ছেন এবং তাতে কেন্দ্র সরকারি এবং পশ্চিমবঙ্গ সরকার কত কিলো করে সামগ্রী দিচ্ছেন সেই সম্পর্কে সকল তথ্য জানিয়ে দেওয়া হবে। আর এতে গ্রাহকদের বুঝতে সুবিধা হবে।

দেশের বাকি সকল রাজ্যে এই স্লিপ সিস্টেম শুরু হয়ে গেলেও এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে এই সিস্টেম শুরু হয়নি। এবারে রেশন কার্ড গ্রাহকদের (Ration Card) জন্য এই সুবিধা চালু করা হতে চলেছে। এর ফলে কতটা কি সুবিধা হবে সেই সম্পর্কে সময় বলবে। রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করে তোলার জন্যই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।

Leave a Comment