ভারতীয় ডাক বিভাগের (India Post Office) তরফে ডাক জীবন বীমা (RPLI Scheme) নিয়ে এসেছে দেশের সকল মানুষদের ভবিষ্যৎ সুরক্ষিত করার উদ্দেশ্যে। এই প্রকল্পটিকে পোস্টাল রুরাল লাইফ ইনস্যুরেন্স (Rural Postal Life Insurance) বলেও জানে অনেকে। স্বাধীনতার পর থেকে পোস্ট অফিসের তরফে সকল আয় বর্গের মানুষদের জন্য অনেক স্কিম (Post Office Scheme) নিয়ে আসা হয়েছে।
RPLI Scheme in Post Office
বর্তমানে দেশের প্রায় প্রতিটি রোজগেরে মানুষই চান তাদের রোজগার করা অর্থ সঞ্চয় করতে আর প্রায় সকলেই পোস্ট অফিসে তাদের রোজগার করা অর্থ সঞ্চয় করে থাকেন (RPLI Scheme). বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষেরই পোস্ট অফিসে অ্যাকাউন্ট (Post Office Account) থাকে। কিন্তু, তাদের মধ্যে সবাই যে বিনিয়োগ করেন, তা কিন্তু নয়।
Rural Postal Life Insurance
আবার অনেকেই আছেন, যাঁরা কোথায় বিনিয়োগ করলে ভালো লাভ পাওয়া যাবে, সারাক্ষণ সেটাই খুঁজে চলেছেন। মূলত মুদ্রাস্ফীতির মাত্রা ক্রমশ বেড়েই চলায় বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগই একমাত্র পথ হিসেবে দেখা দিয়েছে (RPLI Scheme). বিভিন্ন ব্যাঙ্ক যেমন তাদের গ্রাহকদের বিনিয়োগ করার জন্য নানা ধরনের স্কিম অফার করে, তেমনি পোস্ট অফিসেও বিনিয়োগ করার বা সঞ্চয় করার জন্য নানা ধরনের স্কিম রয়েছে।
পোস্ট অফিস ডাক জীবন বীমা
পোস্টটি অফিসে ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমও রয়েছে। যেখানে গ্রাহকেরা বিনিয়োগ করলে ভালো সুদ পাবেন এবং তার অর্থ সুরক্ষিত থাকবে। গ্রামীণ ডাক জীবন বীমার (RPLI Scheme) একটি জনপ্রিয় ইন্সুরেন্স প্ল্যান হল পোস্ট অফিস গ্রাম সন্তোষ। পোস্ট অফিসের এই স্কিম হলো একটি লাইফ ইন্সুরেন্স স্কিমে বিনিয়োগকারী জীবন কভারেজ পেয়ে যাবেন।
পোস্ট অফিসের গ্রাম সন্তোষ স্কিমের (Post Office RPLI Scheme 2024) অধীনে বেশ কয়েকটি সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। তবে, সেই সকল সুবিধা গ্রহণ করার ক্ষেত্রে গ্রাহকদের অবশ্যই মেনে চলতে হবে বেশ কয়েকটি শর্ত। এই সকল সুবিধা সম্পর্কে আগের থেকে জেনে নিয়ে আপনারা ঠিক করবেন যে এই স্কিমে বিনিয়োগ করবেন কি করবেন না।
গ্রাম সন্তোষ গ্রামীণ ডাক জীবন বীমা প্রকল্পের সুবিধাগুলি কী কী?
1) এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য আপনার বয়স ন্যূনতম ১৯ বছর এবং সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হতে হবে।
2) এই গ্রাম সন্তোষ ইন্সুরেন্স স্কিমের সর্বনিম্ন ইন্সুরেন্স কভারেজের পরিমাণ হলো ১০,০০০ হাজার টাকা এবং সর্বোচ্চ কভারেজের পরিমাণ হলো ১০ লক্ষ টাকা।
3) বীমাকারী ব্যক্তির যদি মৃত্যু হয় তাহলে যিনি নমিনি রয়েছেন তিনি ইন্সুরেন্সের টাকাটি পাবেন যদি কোন নমিনি না থাকে তাহলে বংশ পরম্পরায় যে ব্যক্তি আইনি উত্তরাধিকার রয়েছেন ওই ব্যক্তি ইন্সুরেন্সের (RPLI Scheme) সমস্ত টাকা পাবে।
4) ৩ বছর পূর্ণ হওয়ার পর বিনিয়োগকারী এই স্কিমের অধীনে লোনের সুবিধা পেয়ে যাবেন।
5) বিনিয়োগকারী যদি চান ৩ বছর পর তিনি তার ইন্সুরেন্স বন্ধ করতে পারেন অর্থাৎ আত্ম সমর্পণ করে নিতে পারেন। এক্ষেত্রে তিনি তার জমা করা টাকা পেয়ে যাবেন।
6) কিন্তু এক্ষেত্রে উল্লেখ্য, কোনো ব্যক্তি যদি ৫ বছরের আগে আত্ম সমর্পণ করেন তাহলে তিনি বোনাসের টাকা পাবেন না।
7) ৫ বছর পর পলিসি সমর্পণ করা হলে বীমা (Insurance) কৃত পরিমাণে আনুপাতিক বোনাস প্রদান করা হয়।
উল্লেখ্য, কোনো ব্যক্তির বয়স যদি ২৫ বছর হয় এবং ওই ব্যক্তি আগামী ৬০ বছর পর্যন্ত ইন্সুরেন্স কভারেজ নিতে চায়। এক্ষেত্রে ওই ব্যক্তিকে মাসিক প্রিমিয়াম পে করতে হবে ১১২৬ টাকা অর্থাৎ 4.8% GST সহ। এরপর, ওই ব্যক্তি যদি ২৫ বছর থেকে ৬০ বছর অর্থাৎ মোট ৩৫ বছর টাকা জমা করেন ম্যাচুরিটিতে (RPLI Scheme Maturity) ১৩ লক্ষ ৪০ হাজার টাকা পেয়ে যাবেন।
এক্ষেত্রে ওই ব্যক্তির জমা করা মোট টাকার পরিমান হল ৫ লক্ষ টাকা এবং পোস্ট অফিস থেকে ওই ব্যক্তি বোনাস পাবেন ৮ লক্ষ ৪০ হাজার টাকা অর্থাৎ মোট ১৩ লক্ষ ৪০ হাজার টাকা পেয়ে যাবেন অর্থাৎ এক্ষেত্রে ওই ব্যক্তি প্রতি বছর ২৪,০০০ টাকা বোনাস পেয়ে যাচ্ছে। এরপর ওই ব্যক্তি যদি ২৫ থেকে ৬০ বছরের মধ্যে যেকোনো সময় মারা যান তাহলে ওই ব্যক্তির পরিবার বা নমিনি ৫ লক্ষ টাকা পেয়ে যাবেন (RPLI Scheme Insurance).
যতদিন এই স্কিমটিতে টাকা জমা করেছেন সেই টাকা বোনাস সহ ফেরত পাবেন। এই ভাবেই পোস্ট অফিসের এই স্কিমের (RPLI Scheme) দ্বারা উপকৃত হতে চলেছেন গ্রাহকরা। যে কোন আর্থিক স্কিমে বিনিয়োগের আগে আপনাদের উচিত সেই সম্পর্কে সকল তথ্য জেনে নেওয়া এবং এই জন্য আপনারা কাছাকাছি কোন পোস্ট অফিসে গিয়ে জেনে নিতে পারবেন।
Written by Sampriti Bose