Samajik Suraksha Yojana – বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা ফর্ম ফিলাপ কিভাবে করবেন? সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের সুবিধা

বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা (Samajik Suraksha Yojana) প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না। আর মুলত রাজ্য হোক বা কেন্দ্র সরকার সকলেই সমাজের মানুষদের কল্যাণের জন্য ফ্রিতে সকলকে অনেক ধরণের সুবিধা দিয়ে থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে রাজ্যের সমস্ত সাধারণ জনতার জন্য বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্পের (Government Scheme) সূচনা করেছেন।

Samajik Suraksha Yojana Benefits in Bengali

সেই সমস্ত প্রকল্প গুলির মধ্যে অন্যতম কিছু প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রুপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, বেকার ভাতা, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, শিল্পী ভাতা ইত্যাদি রয়েছে। এবার আবার মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলো রাজ্যবাসীর জন্য একটা বিরাট বড় জনকল্যাণমুখী প্রকল্প (Samajik Suraksha Yojana). রাজ্যের সমস্ত রকম অসংগঠিত শ্রমিকদের জন্য এই প্রকল্প ভীষণই সহায়ক হতে চলেছে।

বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প

এই নতুন প্রকল্পের মাধ্যমে শ্রমজীবী ব্যাক্তিদের সন্তানের লেখাপড়ার খরচ থেকে শুরু করে পরিবারের দুর্ঘটনায় আহত কিংবা নিহত অথবা শারীরিক অচলাবস্থার সময়। এমনকি যদি কোন রকম অসুখে পড়ে অস্ত্র প্রচারের প্রয়োজন হয় সেই সমস্ত ক্ষেত্রেই এই Samajik Suraksha Yojana-র মাধ্যমে ১০ হাজার, ৩০ হাজার এমনকি ৬০ হাজার টাকা পেয়ে যেতে পারে রাজ্য সরকারের তরফ থেকে ওই ব্যক্তি বা ব্যক্তির পরিবার।

সামাজিক সুরক্ষার যোজনা আবেদন যোগ্যতা

  • এই সামাজিক সুরক্ষা যোজনায় শ্রমজীবী ব্যাক্তিরা নিজেদের নাম নথিভুক্ত করতে চাইলে তাদের শুধুমাত্র দুটি সন্তান এই প্রকল্পের মাধ্যমে পড়াশোনার জন্য বৃত্তি পেয়ে থাকবে।
  • তিনটি বা তার বেশি সন্তান থাকাকালীন কোনো ব্যাক্তি যদি এই সামাজিক সুরক্ষা যোজনা নাম নথিভুক্ত করতে চাই তাহলে তৃতীয় বা তারপরে সন্তান গুলি এই যোজনা থেকে পড়াশোনার খরচ বাবদ বৃত্তি পাবে না।
  • এই Samajik Suraksha Yojana-র অধীনে নথিভূক্ত ব্যক্তির বার্ষিক আয় ৪ লক্ষ টাকার কম হতে হবে।

সামাজিক সুরক্ষা যোজনায় কত টাকা পাওয়া যাবে?

1) একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত সন্তানদের ক্ষেত্রে পাওয়া যাবে বার্ষিক ৪ থেকে ৫ হাজার টাকা।
2) গ্রাজুয়েশন লেভেলে পাঠরত সন্তানদের ক্ষেত্রে পাওয়া যাবে বার্ষিক ৬০০০ টাকা।
3) পলিটেকনিক অথবা মাস্টার লেভেলে পড়াশোনা করে থাকলে পাবে বার্ষিক ১০০০০ টাকা। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা তার থেকে উঁচু স্তরের পড়াশোনা ক্ষেত্রে পাওয়া যাবে বার্ষিক ৩০ হাজার টাকা।

সামাজিক সুরক্ষা যোজনা সুবিধা

1) এই প্রকল্পের নাম নথিভুক্তকরণের পর ব্যক্তি যদি কোনো রকম দুর্ঘটনা শিকার হয় তাহলে এভাবে এককালীন ১০০০০ টাকা।
2) ওই ব্যক্তির পরিবারের কেউ যদি বড় কোনো রোগে আক্রান্ত হয় তাহলে চিকিৎসার জন্য পাবে ২০০০০ টাকা।

3) বড় রোগে আক্রান্ত হওয়ার পর সেই ব্যক্তি যদি অস্ত্রোপচারের প্রয়োজন হয় তাহলে সে পাবে ৬০০০০ টাকা।
4) পরিবারের কর্তা যদি কোনো রকম দুর্ঘটনার কবলে পড়ে যদি প্রতিবন্ধী হয়ে যায় অথবা নিহত হয় তাহলে পাওয়া যাবে ২ লক্ষ টাকা। উক্ত সকল সুবিধা গুলি গ্রহণ করতে শীঘ্রই বিনামূল্যে সামাজিক সুরক্ষার যোজনায় (Samajik Suraksha Yojana) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
Written by Sampriti Bose

Leave a Comment