বাংলা আবাস যোজনা প্রকল্পের (Bangla Awas Yojana) মাধ্যমে পিএম আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পের সুবিধা ভোগীদের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). কেন্দ্র সরকারের তরফে দুর্নীতির অভিযোগের কারণে এই টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এরপর রাজ্য সরকারের তরফে এই টাকা দেওয়ার ঘোষণা করা হয়।
Bangla Awas Yojana List 2024
দীর্ঘদিন ধরে রাজ্য সরকার দাবি করছে যদি কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে আবাস যোজনার টাকা না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে ‘বাংলা আবাস যোজনা’ নামে বাড়ি বানানোর টাকা দেবে ডিসেম্বর মাসের মধ্যেই। ইতিমধ্যে ২০২২-২৩ সালে আবাস প্লাস সরকারের সমীক্ষার লিস্ট (Bangla Awas List) তৈরি রয়েছে।
বাংলা আবাস যোজনা ২০২৪
যার ভিত্তিতে প্রথম সমীক্ষা হবে তাছাড়াও যাদের ঝড় অথবা কোন প্রাকৃতিক দুর্যোগে বাড়ি ভেঙে গিয়েছে তাদেরও সমীক্ষার আওতায় আনা হবে এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করলেও সমীক্ষা বা সার্ভে করা হবে। বাংলা আবাস প্রকল্পে বাড়িতে বাড়িতে যে সার্ভে (Bangla Awas Yojana Survey) করা হয়েছে যাদের নাম চূড়ান্ত হয়েছে বাড়ি পাবার জন্য তাদের কে নিয়ে একটি সম্ভাব্য ফাইনাল লিস্ট তৈরি করা হয়েছে।
আবাস যোজনা প্রথম কিস্তির টাকা
প্রতিটি জেলা থেকেই সেই লিস্ট তৈরি করা হয়েছে, সেই লিস্ট অনলাইনে সাধারণ পাবলিকদের জন্য প্রকাশিত করা হয়েছে। প্রত্যেকে সেই লিস্ট চেক করে দেখে নিতে পারবেন কার কার নামে বাড়ি মঞ্জুর হয়েছে। বাংলা আবাস যোজনা প্রকল্পে (Bangla Awas Yojana) সম্ভাব্য ফাইনাল লিস্ট ব্লকে, SDO অফিসে, DM অফিসে নোটিশ বোর্ডে টাঙ্গানো হবে ২৭ নভেম্বর থেকে ৩ রা ডিসেম্বরের মধ্যে।
প্রতিটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটেও সেই লিস্ট প্রকাশিত করা হবে। গ্রাম সবার অনুমোদন দেওয়া হবে ৫ ই ডিসেম্বরের মধ্যে, ব্লক লেভেল কমিটি অনুমোদন দেবে ৯ ই ডিসেম্বরের মধ্যে। জেলার ব্লকের কমিটি অনুমোদন দেবে ১১ ডিসেম্বরের মধ্যে। তারপর উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ ডিসেম্বর থেকে ৩০ শে ডিসেম্বরের মধ্যে টাকা (Bangla Awas Yojana 1st Installment) পাঠানো হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, বহু অপেক্ষার পর অনেক পরিবারের সরকারি ঘর পাওয়ার আশা এবার সফল হতে চলেছে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের অর্থ সাহায্য না থাকলেও রাজ্য সরকার নিজস্ব বাজেট থেকে অর্থ বরাদ্দ করবে। ২০ ডিসেম্বর ২০২৪ মধ্যে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন। আর এতে বহু দিন বাদে উপকৃত হতে চলেছেন বাংলার অসংখ্য জনগণ।
Written by Sampriti Bose