পেনশন (Pension) হল সকল সরকারি কর্মচারীদের (Government Employees) ভবিষ্যতের সঞ্চয়। আর যতদিন যাচ্ছে অনেকেই মনে করছেন যে পেনশনের টাকা পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। EPFO (Employees Provident Fund Organisation) এর তরফে কর্মচারীদের জন্য এই সুবিধা (Employee Benefits) প্রদান করা হয়ে থাকে।
Big Update on Pension for Ex Govt Employees
কিন্তু ৬০ বছর বয়স হয়ে যাওয়ার পরে এমনি এমনি এই পেনশনের টাকা (Pension Money) পান্না কর্মীরা, এই জন্য তাদের কে একটি আবেদন পত্র জমা করতে হয় এবং এই কাজ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে এমনটাই মোট অনেকের। কিন্তু এবারে এই সম্পর্কে সুবিধা দেওয়ার জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পেনশন নিয়ে বড় আপডেট
এবার থেকে EPFO Pension পাওয়ার জন্য অনলাইনে তাদের পোর্টালে ৬ নম্বর ফর্ম পূরণ করতে হবে, কিন্তু শিক্ষক ও শিক্ষিকাদের ক্ষেত্রে ৬ এ ফর্ম ফিলাপ করতে হবে। নতুন পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই সকল পেনশনভোগীরা এই কাজটি করে নিতে পারবেন। আর এই নিয়ম ৬ ই নভেম্বর থেকে চালু করা হয়েছে।
Employee Benefits on Pension Scheme
আর এখনো অনেকেই এই সুবিধা সম্পর্কে না জানার জন্য সম্পূর্ণ ব্যবহার করতে পারছেন না। কিন্তু বিগত এত দিন ধরে সকল কর্মীদের ফর্ম তুলে নিয়ে গিয়ে EPFO অফিসে জমা দিতে হত Pension পাওয়ার জন্য। কিন্তু সেই ছোটাছুটির দিন শেষ বলেই মনে করছেন অনেকে এবং অনলাইনের যুগে বাড়িতে বসে এই কাজও সম্পন্ন হয়ে যাবে।
আর অনেক দিন ধরের সকল কর্মীদের অনেক অভিযোগ ছিল এবং এই কারণের জন্য এই সুবিধা নিয়ে আসা হয়েছে। PF ও পেনশনের নিয়ম সহজ করে দেওয়ার কারণের জন্য সরকারি কর্মীদের অনেক সুবিধা হতে চলেছে। আরও বিস্তারিত তথ্য জানার জন্য EPFO অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন সকলে।