কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme) রাজ্যের কৃষকদের (Farmers) জন্য পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে নিয়ে আসা হয়েছে। এই সরকারি প্রকল্পের (Government Scheme) মাধ্যমে চাষিদের বার্ষিক ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয়ে থাকে। এর মাধ্যমে অনেকটাই সুবিধা হয় সকলের।
Krishak Bandhu Scheme 2024
এছাড়াও আমরা অনেকেই পিএম কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Samman Nidhi Yojana 2024) সম্পর্কে জানি এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের (Central Government Scheme) মাধ্যমে কৃষক বন্ধুদের জন্য নানা সুবিধা নিয়ে এসেছে। এই বছরের জন্য Krishak Bandhu Scheme এর টাকা দিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে।
কৃষক বন্ধু প্রকল্প টাকা কবে ঢুকবে?
কিন্তু এখন অনেকেই আছেন যারা টাকা পাননি, সেই সকল কৃষকদের কোন চিন্তার কারণ নেই তারা খুব তাড়াতাড়ি এই টাকা পেয়ে যাবেন। আর দরকার হলে আপনারা কৃষক বন্ধু স্ট্যাটাস চেক অনলাইন আধার কার্ডের মাধ্যমে জেনে নিতে পারেন কিভাবে বা কবে আপনারা টাকা পাবেন, আর ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ড নাম্বারও লিংক করে নিতে হবে।
কৃষক বন্ধু ফর্ম ফিল আপ
অনলাইন বা অফলাইন এই দুই পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা করতে পারবেন, অফলাইনে করার জন্য আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই ফর্ম নিয়ে আবেদন জানাতে হবে এবং আপনারা অনলাইনের মাধ্যমে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই কাজ করে নিতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন (Krishak Bandhu Scheme Online Registration) অপশনে ক্লিক করে নিন।
নিজের আধার কার্ড নাম্বার ও মোবাইল নম্বর দিয়ে দিন, আপনার মোবাইলে একটা OTP আসবে এবং এই ওটিপি লিখে দিতে হবে আপনাদের। অনলাইনে আবেদন করার সময় আপনাদের উচিত যে নিজের একটা ছবি আপলোড করে দেওয়া এবং এরই সঙ্গে নিজের জমির সকল তথ্য দিয়ে দিতে হবে। ব্যাঙ্কের বইয়ের প্রথম পাতা আপলোড করে নিতে হবে।
এছাড়াও Krishak Bandhu Scheme এর জন্য আরও কিছু আপলোড করতে হলে আপনাদের সেই সকল তথ্য আপলোড করে দিতে হবে। আর নিজেরা এই কাজ না করতে পারলে কোন না কোন সাইবার ক্যাফেতে বা CSC সেন্টারে গিয়ে কাজটি সম্পন্ন করে নিতে পারবেন। তাহলে আগামী মরশুমের টাকা পাওয়ার জন্য আপনারা তাড়াতাড়ি আবেদন করে নিন।